সারা বাংলা মার্শাল আর্ট প্রতিযোগিতা দাবদাহ লাইভ, হাবরা, নিজস্ব সংবাদ দাতাঃ উত্তর ২৪ পরগণা জেলার অশোকনগরে গত একুশে মে ‘অল বেঙ্গল শিবা শতকন” দ্বারা আয়োজিত সারা বাংলা থেকে আগত মার্শাল আর্ট প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করে মসলন্দপুর একাডেমি অফ মার্শাল আর্ট। এরমধ্যে উল্লেখযোগ্য পৃথা মল্লিক (১০) বিভাগে চ্যাম্পিয়ন, মধুরিমা মাহেলী দ্বিতীয়, ছেলেদের (১০) বিভাগে চ্যাম্পিয়ন জিসান মন্ডল। এছাড়াও ৪ বছরের মেয়ে রুসিকা গুহ দ্বিতীয় স্হান অর্জন করে।
সারা বাংলা মার্শাল আর্ট প্রতিযোগিতা
0%








