সীমান্তে পানীয় জলের কারখানায় হানা
দাবদাহ লাইভ, বসির হাট, হরিগোপাল দত্তঃ সীমান্তে বেআইনি পানীয় জলের কারখানায় হানা পুলিশ ও ফুড সেফটি দপ্তরের, কারখানায় উদ্ধার নামি কোম্পানির লেবেল ও বোতল। বসিরহাট মহকুমার এক নম্বর ব্লকের ইটিন্ডা-পানিতর গ্রাম পঞ্চায়েতের কলবাড়ি এলাকায় বেশ কয়েক বছর ধরে ‘সরদার অ্যাকোয়া ড্রপ’ নামে বেআইনি জলের কারবার চলছিল। এই খবর জানতে পেরে বসিরহাট স্বাস্থ্য জেলার ফুড সেফটি আধিকারিক ডাঃ অপরাজিতা মজুমদার ও সমিরন সরকার শুভজিৎ গাঙ্গুলী এবং বসিরহাট পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি সানন্দা গোস্বামী বসিরহাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে দশজনের একটি প্রতিনিধি দল আচমকাই হানা দেয় ভারত-বাংলাদেশ সীমান্তের কলবাড়ি এলাকায়। সেখানে গিয়ে একদিকে জলের নমুনা সংগ্রহ করে জলে টিডিএস কত শতাংশ আছে সেটাও পরীক্ষা করলেন। অন্যদিকে কোন বিষাক্ত রাসায়নিক জলে মেশানো হচ্ছে কিনা সেটাও পরীক্ষা করলেন। অন্যদিকে দামি কোম্পানির লেবেল ও বোতল ব্যবহার করে ব্যবসা চালাচ্ছে কিনা খতিয়ে দেখেন তারা। জল পরিশোধের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে নি তারা। আধিকারিকরা জানান, এই পানীয় জল সাধারণ মানুষের খাবারের অযোগ্য কি না তদন্ত করছেন। যার কারনে এই কারখানার মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।








