ইচ্ছে পূরণের বার্ষিক অনুষ্ঠান
দাবদাহ লাইভ, বারাসাত, প্রভাস বিশ্বাসঃ বারাসাত ‘ইচ্ছে পূরণ’র বাৎসরিক সাংস্কৃতিক উৎসব হয়ে গেল সুভাষ ইনস্টিটিউট হলে। নানান বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়েই এদিনের অনুষ্ঠান হয়। ছিল সংগীত, আবৃত্তি, নৃত্য, লোকনৃত্য প্রভৃতি। উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার নানান গুণী ব্যক্তিবর্গ। রবীন্দ্র ও নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান এবং সংস্থার কুশীলবদের সমবেত সংগীতের মাধ্যমে সূচনা হয় এদিনের অনুষ্ঠান। করোনা ভাইরাসের প্রভাবে পৃথিবীর মানচিত্রের আমূল পরিবর্তন দেখেছে সারা বিশ্ব। হুটার বাজিয়ে মেডিকেল ভ্যান রাস্তা দিয়ে ছুটেছে, পিপিই কিট পরিহিত ডাক্তার -নার্স স্বেচ্ছাসেবক দল ব্যস্ত পরিষেবা দিতে, দূরদর্শনের পর্দায় বারে বারে সতর্কীকরণ বিধি, সুস্থ থাকার সচেতন বার্তা, দেশবাসীর উদ্দেশ্যে রাষ্ট্রনায়কের ঘোষণা, ‘লকডাউন’…। এরই আধারে আধারিত নাটিকা গাইঘাটা ঢাকুরিয়া হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের ‘করোনা যুদ্ধ ফিরে দেখা’ সমস্ত দর্শকদের মন কেড়ে নিল। নির্জলা নাটকও দর্শকদের মনে ছাপ ফেলল। সেই সাথে পরিচালক দ্বয় শিক্ষক সঞ্জয় ঘোষ ও শিক্ষিকা নন্দিতা রায়ের প্রশংসায় আপ্লুত। এছাড়া লোকনৃত্যে মুন্সিয়ানার পরিচয় রাখল অভিষিক্তা দে, অঙ্গীরা মজুমদার, অঙ্কিতা মাইতি ও সম্প্রীতি বিশ্বাস। ছিল সংগীত আবৃত্তি। শম্পা ভৌমিক ও নরেশ ভৌমিকের শ্রুতি নাটক ‘গেরো’ দর্শকদের মন ছুঁয়ে যায়। নৃত্য নাটক গীতাঞ্জলি পরিচালনা করেন স্নেহা মজুমদার। সংস্থার কার্যকারী সভাপতি, তবলা বাদক ডঃ অনুপম দে জানান, বর্তমান প্রজন্ম মোবাইলে আসক্ত। তাদের সুস্থ পরিবেশ ও উজ্জ্বল ভবিষ্যতের দিশা দেখানোই আমাদের লক্ষ্য। অনুষ্ঠানের সঞ্চারিকা তথা সাংস্কৃতিক সম্পাদিকা মিঠু দে জানালেন, নতুন প্রজন্ম যাতে আগামীর লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারে তার দিশা দেখাই। অনুষ্ঠান থেকে উঠে আসে ভবিষ্যৎ কৃতিরা। বিশেষ অতিথি হিসেবে বাংলা অ্যাকাডেমীর সম্পাদক মন্ডলীর সদস্য, সাহিত্যিক শ্যামল মৈত্র, বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সম্পাদক ইঞ্জিনিয়ার তথা শিক্ষক সাজাহান মন্ডল, স্বপন দাস, শিবেন্দু মিশ্র, কার্তিক সাহা, সুজয় দে, সুব্রত দাস, গোবিন্দ কুণ্ডু, প্রবীর ঘোষ, বিদ্যুৎপর্ণা বিশ্বাস, অশোক সরকার, সুজিৎ রায় প্রমুখ। সহ সম্পাদক প্রণব ভৌমিকের কথায়, আমরা বিশেষ পরিস্থিতিতে দুর্যোগপূর্ণ এলাকায় প্রান্তিক মানুষের পাশে দাঁড়াই, শিক্ষামূলক ভ্রমণ এর সাথে শিক্ষামূলক পিকনিকও করি। প্রান্তিক মানুষের সেবায় নিয়োজিত আমরা।








