বারাসাতে ঝুপড়িবাসীদের স্থায়ী ঠিকানা
দাবদাহ লাইভ, বারাসাত, রতন নন্দীঃ উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতে এবার রেল লাইন ধারে ঝুপড়ি বাসীদের জন্য স্থায়ী ঠিকানা হতে চলেছে। খুব শীঘ্র-ই এ ব্যাপারে বারাসাত পৌরসভা সিদ্ধান্ত নিতে চলেছে বলে পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায় জানান। বারাসাত বোর্ড মিটিং-এ সিদ্ধান্ত হলেই দ্রুত উদ্যোগ নেওয়ার প্রস্তুতি করবেন বলেও আশ্বাস দেন। উল্লেখ্য, পৌর এলাকায় হ্নদয়পুর রেল কলোনিতে সম্প্রতি ভয়াবহ অগ্নিকান্ডে বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে যায়। এমন কি প্রয়োজনীয় নথীপত্র সহ এক ছাত্রের পরীক্ষার সার্টিফিকেট ও এডমিড কার্ডও ক্ষতিগ্রস্থ হয়।
বারাসাতে ঝুপড়িবাসীদের স্থায়ী ঠিকানা
97%








