রবীন্দ্র–নজরুল–সুকান্ত সন্ধ্যা মধ্যমগ্রামে
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সৌমাল্য মৈত্রঃ ফ্রেন্ডজ আমরা ২৩৫ এর নিবেদনে মধ্যমগ্ৰামের বিদ্যাসাগর বিদ্যাপিঠে ছাব্বিশে মে অনুষ্ঠিত হয়ে গেলো রবীন্দ্র নজরুল ও সুকান্ত সন্ধ্যা। রবীন্দ্রনাথের ওপরে স্মৃতি চারণ করেন ঋতম নাট্য সংস্হার কর্ণধার গৌতম সেনগুপ্ত। পাশাপাশি হাওড়ার এক সাংস্কৃতিক দলের একঝাঁক শিল্পীও তাদের গান কবিতা শ্রুতি নাটকে অনুষ্ঠানের মাধুর্য আনে। বাড়তি পাওনা অজয় সিনহার কন্ঠে আফ্রিকা কবিতা পাঠ, অনিমা দের কন্ঠে গান এবং প্রভাস দত্ত পরিবেশন করেন কিশোর ও কবি সুকান্ত ভট্টাচার্যের গান। বর্তমানে রবীন্দ্রনাথের তাৎপর্যতা এবং সময়ানুবর্তিতা সম্বন্ধেও মনোজ্ঞ বক্তব্য রাখেন নাট্যকার অভিনেতা পরিচালক গৌতম সেনগুপ্ত । ফ্রেন্ডজ আমরা ২৩৫ এই প্রয়াস আসলে এক গতানুগতিক ধারার বাইরে বেরিয়ে এসে সমবেত হয়ে চলারই বার্তা দেয়।








