কাজী নজরুল ইসলামের জন্ম দিবস পালন
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ আজ কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মদিবস, এই বিশেষ দিন পালন করল শিলিগুড়ি পুর নিগমে। আজ শিলিগুড়ি পুর নিগমের তরফ থেকে এদিন পাকুরতলাতে কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং এম এম আই সি মানিক দে এবং অন্যান্য কাউন্সিলারেরা। কাজী নজরুল ইসলামের স্বদেশ প্রেম বিভিন্ন কবিতা সেই সময় নবপ্রজন্মকে জাগরিত করেছিল। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার- আজও আমাদের মনে আলোড়ন সৃষ্টি করে। কবির বিখ্যাত নজরুলগীতি আজও চির নবীন।

















