মাকে কুপিয়ে খুন করায় গ্রেপ্তার ছেলে
দাবদাহ লাইভ, তমলুক, অক্ষয় গুছাইতঃ পারিবারিক অশান্তির জেরে মাকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার হল ছেলে। মঙ্গলবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের হরশংকর গড়কেল্লা গ্রামে। মৃতার নাম পুষ্পরানী মাইতি, বয়স আনুমানিক ৬৮ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পুষ্পদেবির তিন ছেলে। ছোট ছেলে নিরঞ্জন কয়েক বছর ধরে বিকারগ্রস্ত হয়ে পড়ে। তার অত্যাচারে পরিবার থেকে প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে পড়তো। এ দিন বিকেলে মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বাড়ির ছাদে ঘোরাঘুরি করছিলো সে। প্রতিবেশীরা জানতে পেরে পুলিশকে খবর দেয়। সন্ধ্যায় পুলিশ এসে বাড়ির ছাদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় নিরঞ্জনকে। সেই সাথে ধারালো অস্ত্রটিও উদ্ধার করে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ। ঘটনার আকস্মিকতায় থমথমে হয়ে যায় গোটা এলাকা। তমলুক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।








