নারায়ণা হাসপাতালে ক্যান্সার চিকিৎসা চালু
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ কোলকাতার সন্নিকটে উত্তর ২৪ পরগণা জেলায় বারাসাত যশোর রোড সংলগ্ন নারায়ণা মাল্টিস্পেশালিটি হাসপাতালে ক্যান্সার রোগের চিকিৎসা প্রক্রিয়া শুরু। এই উদ্দেশ্যে চার বেড বিশিষ্ঠ ডে কেয়ার পরিষেবা কেমোথেরাপি বিভাগের শুরু হল ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে। আপাতত এই ইউনিটে উচ্চ পর্য্যায়ের কেমোথেরাপি সহ ইমিউনোথেরাপি পরিষেবা দেওয়া যাবে বলে জানালেন সিনিয়র কনসালটেন্ট ও ডিরেক্টর ডাঃ বিবেক আগরওয়ালা। তিনি আরও জানালেন, এই পরিষেবা শুরু করতে পেরে আনন্দিত। এই চিকিৎসার জন্য আর বাইরে যেতে হবে না বলে দাবী করলেন কনসালটেন্ট, মেডিকেল ও হেমাটো অঙ্কোলজি বিভাগের ডাঃ চন্দ্রকান্ত এমভি। তিনি আরও জানান, এই চিকিৎসার উন্নত বিকল্প ও সহানুভূতিশীল সহায়তা প্রদান করতে নারায়ণা সর্বদা প্রস্তুত। নারায়ণা হাসপাতালে অঙ্কোলজি পরিষেবা ও কেমোথেরাপি ইউনিট চালু করে স্বাস্থ্যসেবা প্রদানের প্রতিশ্রুতিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করছে বলে দাবী করলেন সি ই ও আর ভেঙ্কটেশ।








