কবি সম্মেলন ও গ্রন্থ প্রকাশ
দাবদাহ লাইভ, কোলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি, রবিবার এক বৈকালিক অনুষ্ঠানে নদীয়ার আনুলিয়ায় মফস্বল বাংলা সাহিত্য একাডেমীর দপ্তরে কবি সম্মেলনে ‘বাংলার কবি ও কবিতা’র অষ্টম খন্ড সহ কবি অনুপ কুমার চ্যাটার্জীর লেখা উপন্যাস ‘নগর দোলা’ প্রকাশিত হয়। আইডেন্টিটি কার্ড তথা পরিচয় পত্র দেওয়ার সুন্দর একটি অনুষ্ঠানও সুসম্পন্ন হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক সাহিত্যিকগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এবং বরিষ্ঠ কবি অচ্যুত প্রামাণিক মহাশয়ের সভাপতিত্বে ও সংস্থার সম্পাদক কবি হরিসাধন জোয়ারদার মহাশয়ের সুযোগ্য সঞ্চালনায় এই অনুষ্ঠান সম্পন্ন। উপস্থিত ছিলেন কবি সাংবাদিক ও চিকিৎসক আসাদ আলী, কবি সাংবাদিক শিক্ষক মোঃ মফিজুল ইসলাম, কবি সাংবাদিক ও গ্রন্থাগারিক আব্দুল গফফার, কবি অনুপ চ্যাটার্জী, কবি দ্বিজেন্দ্রলাল ঢালী, কবি সন্তু ভক্ত, কবি রীতা সাহা, কবি অনিল চন্দ্র শিকদার, কবি বিপ্লব বন্দোপাধ্যায় প্রমুখ। শিশু ও কিশোর কিশোরীদের আবৃত্তি ও আশাদ আলীর গান অনুষ্ঠানের আলাদা মাত্র এনে দেয়।








