Banner Top

স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন নিউবারাকপুরে

                           দাবদাহ লাইভ,  নববারাকপুর, অলোক আচার্যঃ সম্প্রতি, নিউ বারাকপুর পুরসভার ১৫নং ওয়ার্ডে হরেন্দ্রনাথ মুখার্জি রোডে সুস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মন্ত্রী বলেন খুব ভালো কাজ করছেন নিউ বারাকপুর পুরসভার প্রশাসনিক দপ্তরে। অনেক মানুষ উপকৃত হবেন এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে। শুধু ১৫নং ওয়ার্ড নয় পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন ওয়ার্ডের মানুষ ও পরিষেবা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বাড়তি সুযোগ সুবিধা পাবেন। উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে নিউ বারাকপুর একটা ছোট পুরসভা হলেও একটা জায়গা করে নিয়েছে। নিঃসন্দেহে সবাই মিলে একসাথে কাজ করে। পুরপ্রধান দক্ষতার সাথে সবাইকে নিয়ে কাজ চালিয়ে যাওয়ার খুবই প্রশংসনীয় উদ্যোগ। রাজ্য শহরাঞ্চল উন্নয়ন এজেন্সি-র ( সুডা) আর্থিক সহযোগিতায় কেএমডিএ এই নির্মাণের দায়িত্বে। সকলের সন্মিলিত সহযোগিতা ছাড়া একাজ করা সম্ভব হত না। প্রায় ৩৩ লক্ষ টাকা ব্যয় নির্মিত হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র। গ্রামীন এলাকার পাশাপাশি শহরাঞ্চলে চালু হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র। এলাকার বিধায়ক হিসেবে গর্ব বোধ করছেন। এলাকার সহযোগিতায় পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়া সম্ভব হচ্ছে বলেও জানালেন। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রাপ্য টাকা পাওয়া যাচ্ছে না বলেও মন্ত্রী দাবী করলেন। প্রকল্পের একশ শতাংশ শেয়ারও রাজ্য প্রাপ্য পাচ্ছে না বলে অভিযোও আনলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরপ্রধান প্রবীর সাহা। উপস্থিত ছিলেন উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, পুরসভার স্বাস্থ্য অধিকর্তা ডাঃ শংকর সিংহ রায়, কার্যনির্বাহী আধিকারিক মাসুদুল মোল্লা, সমাজসেবী মৃদুলা সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন ও চিকৎসক স্বাস্থ্য আধিকারিকগন। সুস্বাস্থ্য কেন্দ্রে থাকবে দুজন চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মী ও গ্রুপ ডি স্টাফ। সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ অসংক্রমন রোগ নির্ণয় ভ্যাকসিনেশন প্যাথলজি পরীক্ষা নিরীক্ষার ঔষধ দেবার সুবন্দোবস্ত থাকবে বলেও মন্ত্রী জানান। মন্ত্রী আরো বলেন নিশ্চিত ভাবে স্বাস্থ্য কেন্দ্রে সচরাচর কারোও না আসতে হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। ভালো থাকার জন্যও টেস্টিং দরকার। খুব শীঘ্রই নববারাকপুর পুরসভার আরো দু’টি ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠবে বলে আগাম জানান পুরপ্রধান প্রবীর সাহা।

স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন নিউবারাকপুরে
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment