বিজেপির রাজ্য সড়ক অবরোধে পুলিশের সাথে ধস্তাধস্তি
দাবদাহ লাইভ, কাঁথি, সন্দিপন মান্নাঃ অবরোধ তুলতে বিজেপি কর্মীদের সাথে পুলিশের ধ্বস্তাধ্বস্তি। আটক পটাশপুরের বিজেপি নেতা মোহন শী। বিজেপির ময়না বুথ সভাপতিকে খুনের প্রতিবাদে পথ অবরোধ করে বিজেপি কর্মীরা। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ ১২ ঘন্টা বনধের ডাক। সেই বনধ সফল করতে পটাশপুরের টেপরপাড়ায় এগরা বাজকুল রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি। অবরোধ তুলতে গেলে প্রথম পটাশপুর থানার পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি কর্মী-সমর্থকদের। পরে দফায় দফায় লাঠিচার্জ করে পুলিশ। গ্রেফতার করা হয় পটাশপুরে বিজেপি নেতৃত্ব মোহন শীকে।
বিজেপির রাজ্য সড়ক অবরোধে পুলিশের সাথে ধস্তাধস্তি
0%








