ট্রাকের ধাক্কায় মৃত ভ্যান চালক, চাঞ্চল্য ঘুষিঘাটায়
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ রাস্তার পাশে বসে থাকা দু’জন ভ্যান চালককে আচমকাই ধাক্কা মারে একটি বালি বোঝাই ট্রাক। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই দুই ভ্যান চালকের। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। শনিবার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের ঘুষিঘাটা এলাকার বাসন্তী হাইওয়ের উপর ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘুষিঘাটার কাছে বাসন্তী হাইওয়ের পাশে রয়েছে একটি হোটেল। যার সামনে রাস্তার পাশে ভ্যানের উপর বসেছিলেন অরুন নস্কর ও শিবনাথ নস্কর নামে দুই ভ্যান চালক। রাস্তায় গাড়ি ঘোরানোর সময় আচমকাই একটি বালি বোঝাই ট্রাক ওই দুই ভ্যানচালককে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়ে রক্তাক্ত ও গুরুতর জখম হয় ওই দুইজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই ভ্যান চালকের। ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যপক উত্তেজনা। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পাওয়া মাত্রই হাড়োয়ার লাউহাটি বিট অফিসের পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় মৃতদেহ দুটি উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। এরপর ঘটনার জেরে রাস্তায় তৈরি হওয়া তীব্র যানজট মুক্ত করে পুলিশ। ট্রাক চালক পলাতক। ঘাতক ট্রাকটিকে আটক করার পাশাপাশি চালকের সন্ধানে নেমেছে লাউহাটি বিট অফিসের পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।








