গেস্ট হাউজের আড়ালে মধুচক্র আটক ২
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ গোপন সূত্র অনুযায়ী গেস্ট হাউজে আচমকা হানা দেয় পুলিশ। গেস্ট হাউজের আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্রের ব্যাবসা। সেখান থেকে ২ জনকে আটক করার পাশাপাশি ৪ জন নাবালিকাকে উদ্ধার করে বিধাননগর গোয়েন্দা বিভাগের পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউন ঘুর্নি যাত্রাগাছি এলাকায় থাকা একটি গেস্ট হাউজের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েক মাস যাবত নিউটাউন ঘুর্নি যাত্রাগাছি এলাকায় থাকা একটি গেস্ট হাউজে রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর। স্থানীয় থানাকে বারংবার বিষয়টি জানানো সত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। এদিন আচমকা ওই গেস্ট হাউজে পুলিশ হানা দিলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষুব্ধ এলাকাবাসীর সাথে বচসায় জড়িয়ে পড়ে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নামে তারা। এরপর গোপন সূত্র মারফত খবর পেয়ে এদিন আচমকাই বিধাননগর গোয়েন্দা বিভাগের পুলিশ ওই গেস্ট হাউজে হানা দেয়। সেখান থেকে হাতেনাতে ৪ জন নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি গেস্ট হাউজের দু’জনকে গ্রেফতার করে পুলিশ। কতদিন যাবত গেস্ট হাউজের আড়ালে মধুচক্রের ব্যাবসা চালানো হচ্ছিল, মধুচক্রের আসরে কোথা থেকে কিভাবে, কেনই বা নাবালিকাদের আনা হত, ওই ঘটনায় কে বা কারা কিভাবে যুক্ত, উঠে এসেছে এমনই নানাবিধ প্রশ্ন। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ইকো পার্ক থানা ও বিধাননগর গোয়েন্দা বিভাগের পুলিশ।








