Banner Top

প্রধানমন্ত্রীর শততম মন কি বাতের প্রচার দেশ জুড়ে

               দাবদাহ লাইভ, বাগনান, অভিজিৎ হাজরাঃ উৎসব মুখরতায় দেশ জুড়ে পালিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজীর জনপ্রিয় ‘মন কি বাত’ এর শততম পর্ব। এই পর্বে প্রধানমন্ত্রী পরিচয় করালেন আমাদের দেশের কিছু সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা মানুষের সাথে। গ্ৰামীণ হাওড়া জেলার বাগনান স্টেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজীর মন কি বাত’ এর কথোপকথন শোনা গেল। ভূ-ভারতের কয়েকটি স্থানের সুবিধা প্রাপকেরা তাঁদের ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপ করেন। এতে প্রধানমন্ত্রী ও সুবিধা প্রাপকেরা যারপরনাই খুশি ও উদাহরণ হিসেবে স্মৃতি হয়ে থাকলো। বেতার ও দূরদর্শণ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেশ – বিদেশের দেশবাসীর কাছে এই প্রচার অনুষ্ঠান তুলে ধরা হল। দেখতে দেখতে ‘ মন কি বাত ‘ শত তম পর্ব পদার্পণ করলো চৌকিদার – চা বিক্রেতা গর্ব অনুভবে ভারতের এন ডি এ জোটের গুজরাটের বাসিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজী। আজকে নারী শিক্ষা – বেটি বাঁচা ও বেটি পড়াও এবং ক্ষুদ্র শিল্প সহ বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হয় এই ‘ মন কি বাত ‘ প্রচার অনুষ্ঠানে। সেলুড তেরাঙ্গার নেতৃত্ব কর্মীরা অগ্ৰণী ভূমিকা পালন করে এই প্রচারে। মন কি বাত সারা বিশ্বে রেকর্ড করেছে। ১০০ তম মন কি বাত পর্ব অনুষ্ঠান শুনে এমনটাই বলেন পশ্চিমবঙ্গ বাই সাইকেল টুরিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ডঃ অনিন্দ গোপাল মিত্র। তিনি আরও বলেন, ‘আমরা ১০০ তম ‘মন কি বাত’ পর্ব দেখলাম। এটাতেই প্রমাণিত হলো সারা বিশ্বে একজন বিশ্ব নায়কের কথা। যার কথা সারা পৃথিবীর মানুষ অবিরত শুনে চলেছেন। এটা বিশ্বের প্রথম রেকর্ড। অনেক জায়গায় অনেক বিশ্বনায়ক, রাষ্ট্রনায়ক চেষ্টা করেছেন কিন্তু সকলেই কয়েক দিন করার পর তা বন্ধ করে দিয়েছেন। তিনি আরও বলেন, আমাদের রাষ্ট্রনায়ক নরেন্দ্র দামোদর দাস মোদিজী, তার মন কি বাত অনুষ্ঠান এই একমাত্র অনুষ্ঠান যেখানে আমরা অনেক ট্যালেন্ট বা প্রতিভার কথা জানতে পারি যে গুলি হয়তো মিডিয়াতে প্রচার পায় না। মোদিজী সেই সব প্রতিভা গুলো সাধারণ মানুষের কাছে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরছেন। গ্ৰামীণ হাওড়া জেলার বাগনান স্টেশনে এই প্রচার পর্ব অনুষ্ঠানে আমতা ২ নং ব্লকের জয়পুর থানার ঘনশ্যামচকের এক সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম দরিদ্র পরিবারের প্রতিভাবান শিক্ষার্থী সিরাজাম মনিরা বলেন, মেদিনীপুরের ডেবরা বালিচক রঘুনাথপুরে একটি খ্রীষ্টান হোস্টেলে থাকাকালীন আদিবাসী জনজাতি গোষ্ঠীর খৃষ্টান দুই নাবালিকার বিবাহ রোধ করে তাঁদের রক্ষা ও সুরক্ষার সর্বপ্রকার সহযোগিতার চেষ্টা নিজ দায়িত্বে করেছি। মনিরা আরও বলেন, মন কি বাত আমার অনুপ্রেরণা। অতি কঠিন পরিস্থিতিতর মধ্যে দিন যাপন করছি। তার উপর উচ্চ শিক্ষার জন্য খরচ যোগাতে অপারগ আমার পরিবার। কিন্তু আমার মা,বাবা ও দাদা দিবারাত্রি মানুষের সেবা, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা, নানান কল্যাণ সহ উন্নয়নে সামিল থাকেন তাঁরা। মহামারী, করোনা, বন্যা সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে, দূর্ঘটনা, কোন সমস্যা মূলক কাজের সমাধানে কোন বাদ বিচার না করে সচেষ্ট থাকেন এবং সমাধানও করেন। তাঁদের দেখানো পথ অবলম্বন করে আমি এগিয়ে চলেছি। বহু শ্রদ্ধা জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজীকে। তাঁর মন কি বাত শিক্ষনীয়। মনের কথা খোলামেলা ভাবে আদান প্রদান করে বলে সিরাজাম মনিরা বলে। মনিরার এই কথপোকথন শুনে পশ্চিমবঙ্গ বাই সাইকেল টুরিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ডঃ অনিন্দ গোপাল মিত্র বলেন,  মনিরা সমাজের রোল মডেলর ভূমিকা নিয়েছে। তাকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উচিত পুরষ্কৃত ও সম্মানিত করা। তার উচ্চ শিক্ষা সচল রাখতে সবরকমের সহযোগিতা করা দরকার। মনিরার এই রকম উদ্যোগকে ডঃ অনিন্দ গোপাল মিত্র কুর্ণিশ জানিয়ে আরও বলেন, মনিরা এই কাজের কথা  বিভিন্ন মানুষকে জানাবেন। তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের আধিকারিকদের কাছে মনিরার এই কাজের কথা জানাবেন। তাঁর উচ্চ শিক্ষায় আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানাবেন।

প্রধানমন্ত্রীর শততম মন কি বাতের প্রচার দেশ জুড়ে
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment