শিলিগুড়িতে ইস্টবেঙ্গলের নামে রাস্তা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ মোহনবাগানের পরে এবার ইষ্টবেঙ্গল, নতুন রাস্তার শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। কিছুদিন আগেই শিলিগুড়িতে মোহনবাগানের নামাঙ্কিত রাস্তার উদ্বোধন হয়। এবারে ইষ্টবেঙ্গলের নামের রাস্তার উদ্বোধন শিলিগুড়ির কাঞ্চনজংঘা ষ্টেডিয়াম থেকে সুইমিং পুলের দিকে যে রাস্তা রয়েছে ওদিক থেকে একেবারে শুরু হয়ে শেষ হয়েছে ষ্টেডিয়ামের ১২নং গেট পযর্ন্ত। এই বিষয়ে আরো জানা যায়; ইষ্টবেঙ্গল ক্লাবেরব সদস্যরা উৎসাহে চলে আসেন ষ্টেডিয়াম প্রান্তরে। চারিদিকে লাল হলুদ পতাকা দিয়ে ঘিরে ফেলা হয়েছে।
শিলিগুড়িতে ইস্টবেঙ্গলের নামে রাস্তা
0%








