পাচারের পূর্বেই রূপার গহনা উদ্ধার
বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে পাচারের পূর্বে রূপার গহনা উদ্ধার করে বিএসএফ। আটক হয় পাচারকারী। বুধবার বিকেলে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত হাকিমপুর সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। বিএসএফ সূত্রে জানা যায়, গোপন সূত্র মারফত তাদের কাছে খবর আসে হাকিমপুর সীমান্ত এলাকা দিয়ে রূপার গহনা পাচার হবে। সূত্র অনুযায়ী অপেক্ষায় থাকে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। পরন্ত বিকেলবেলা ওই এলাকায় এক বাইক চালককে দেখে সন্দেহ হয় তাদের। এরপর বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ওই বাইক আরোহীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। তাঁর বাইকে তল্লাশি চালিয়ে উদ্ধার করে ১ কেজি ২০০ গ্রাম রুপোর গহনা। বাইকটি বাজেয়াপ্ত করার পাশাপাশি পাচারকারীকে আটক করে জওয়ানরা। উদ্ধারকৃত রূপার গহনার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বিএসএফ জানতে পারে যে, হাকিমপুর এলাকার বাসিন্দা ভেলু মন্ডল নামে ওই পাচারকারি স্বরূপনগরের বিথারী এলাকা থেকে ওই রূপার গহনা নিয়ে আসে। পরবর্তীতে হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে সেগুলি পাচার করার চেষ্টা করছিল। কিন্তু ভাগ্যের পরিহাসে বাংলাদেশে পাচার করার আগেই হাকিমপুর সীমান্তে বিএসএফ এর ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে আটক হয় সে। বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত গহনা, মোটর বাইক সহ পাচারকারীকে তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর।








