ষষ্ঠ পর্য্যায়ে দুয়ারে সরকার পরিষেবা চালু
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগণা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ষষ্ঠ পর্য্যায়ে দুয়ারে সরকার কর্মসূচীর ১ম দিনে রবীন্দ্র ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে ২৪টি প্রকল্পের মধ্যে ৭২ জনের হাতে পরিষেবা প্রদান করা হয়। রাজ্যের মুখ্য মন্ত্রীর শুভেচ্ছা বার্তা ও প্রদান করা হয়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পর্য্যায়ের ভার্চুয়াল উদ্বোধন করেন নবান্ন থেকে। মেধাশ্রী, ভবিষ্যত ক্রেডিট কার্ড, বিধবা ভাতা, কন্যাশ্রী সহ একাধিক প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক শরদ দ্বিবেদী (আই এ এস), সাংসদ কাকলি ঘোষদস্তিদার, বিধায়ক চিরজ্ঞিত চক্রবর্তী, জেলা তথ্য ও সংষ্কৃতি আধিকারিক পল্লব পাল, মধ্যমগ্রাম পৌর প্রধান নিমাই ঘোষ সহ অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) ইন্দ্রনীল ভট্টাচার্য্য ও জেলা সভাধিপতি বীণা মন্ডল এক উপভোক্তাকে পরিষেবা প্রদানের প্রশংসাপ্ত্র প্রদান করছেন। আছেন কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ।








