সাহেবগঞ্জ তৃণমূলের সভায় বিশৃঙ্খল ব্যালট ও বাক্স লুট
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ সামনে রয়েছে পঞ্চায়েত নির্বাচন। আর তাই মঙ্গলবার সকালে কোচবিহারে জনসংযোগ যাত্রায় বের হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসল উদ্দেশ্য আমজনতার মনোনীত প্রার্থীকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী করা। তিনি সাহেবগঞ্জ ও সিতাইতে সভা করেন। ঘোষণা করেন সবার পর ভোট হবে। তবে সাহেবগঞ্জে সভা শেষ হতেই ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একদল দুষ্কৃতী ব্যালট বাক্স লুট করে। আর একদল পেপার ছিঁড়ে দেয় ও ব্যালট বাক্স ভাঙচুর করে। ধস্তাধস্তিতে আহত হন বেশ কয়েকজন। একই ঘটনা ঘটে সিতাইতে। এই ঘটনা শোনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনার রিপোর্ট তলব করতে বলেছেন। এই ঘটনায় দলীয় কেউ যদি জড়িত থাকে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।








