গঙ্গায় তলিয়ে যাওয়া শিশু উদ্ধারে পুলিশের সংবর্ধনা
দাবদাহ লাইভ, বহরমপুর, নিজস্বসংবাদ দাতাঃ স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে যাওয়া তিন শিশুকে নিজের দক্ষতায় জীবিত উদ্ধার করে রাতারাতি হিরো হয়ে উঠলো মুর্শিদাবাদ জেলার সাগরদীঘির মোহাম্মদ আজিজ। পাঁচ শিশুর মধ্যে তিনজন শিশুকে উদ্ধার করায় মোহাম্মদ আজিজকে সংবর্ধনা প্রদান করলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার ভি জি সতীশ পশুমার্থী। উল্লেখ্য, গত রবিবার সাগরদীঘির কাবিলপুরে গঙ্গায় স্নান করতে গিয়ে একসঙ্গে তলিয়ে যায় পাঁচ শিশু। যদিও মোহাম্মদ আজিজের তৎপরতায় তিন শিশুকে উদ্ধার করা সম্ভব হয়।
গঙ্গায় তলিয়ে যাওয়া শিশু উদ্ধারে পুলিশের সংবর্ধনা
0%








