খোদারামপুর গ্রামে রক্তদান শিবির
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ রঘুনাথগজ্ঞ-২ ব্লকের অন্তর্গত খোদারামপুর গ্রামের যুবক বৃন্দের উদ্দোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। অন্যান্য বিশিষ্ট জনসহ আবুল কাশেম বিশ্বাস, আবুল কালাম আজাদ, মাওলানা আসগার আলি, আব্দুল হাকিম, রহমত আলি,কাজেম আলি, জারমান সেখ, নেশবাউল, ইসারুল, নাসিম, আরিফ(বাবু)বাবলু, প্রমুখ। আবুল কাশেম বিশ্বাস বলেন রক্ত দান করলে শরীরের কোন ক্ষতি হয় না। একটি প্রদীপ থেকে শত শত প্রদীপ জ্বাললে যেমন আলোর কোন কমতি হয়না তেমনই রক্ত দিলে কোন ক্ষতি নেই।
খোদারামপুর গ্রামে রক্তদান শিবির
0%








