পথশ্রী রাস্তা নির্মাণে গোষ্ঠি সংঘর্ষে পুলিশের তৎপরতা
দাবদাহ লাইভ, মেখলিগঞ্জ, নিজস্ব সংবাদদাতাঃ পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণের কাজ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। গোটা ঘটনায় গুরুতর জখম হয়েছে দুই পক্ষের প্রায় চার-পাঁচ জন। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জের ভোটবাড়ির গোয়েন্দাপাড়া এলাকায়। গুরুতর আহতদের দ্রুত চিকিৎসার জন্য জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে মুহুর্তে গোটা এলাকায় ছড়িয়ে ফলে তীব্র উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় মেখলিগঞ্জ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণের কাজ চলছিল। সে জন্য রাস্তার দু’পাশের গাছও কাটা হচ্ছিল। তবে এলাকার বেশিরভাগ পরিবারের এতে সম্মতি থাকলেও দু একটি পরিবার এই ঘটনায় বেঁকে বসে। আর এই ঘটনার পরেই সেই পরিবারের লোকেরা পাথর ছুঁড়তে শুরু করেন।








