Banner Top

প্রবল তাপে তুষারে ঢাকা সিকিমের ছাঙ্গু লেক, সতর্ক প্রশাসন

                             দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ  গোটা রাজ্যতো বটেই, দেশের বিভিন্ন প্রান্তে চলছে দাবদাহ। সিকিমের ছাঙ্গু লেকে এই গরমের মরশুমেও তুষারপাতের ঘটনা সকলকে অবাক করে দেয়। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা। রাস্তা থেকে বরফ সরানোর কাজ শুরু হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার সকালে তুষারপাত এর ঘটনা ঘটেছে সিকিমের ছাঙ্গু লেকে। এপ্রিল মাসের শেষেও তুষারের চাদরে ঢুকেছে ছাঙ্গু, এই অপরূপ দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছে। যারা গরম থেকে শান্তি পেতে সিকিমে পাড়ি দিয়েছেন তাদের কাছে এই তুষারপাত বাড়তি পাওনা। এই তুষারপাতকে ঘিরে পর্যটকদের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা গেছে। সম্প্রতি কিছুদিন আগে সংলগ্ন এলাকায় তুষার ধস নামে, অন্তত সাতজন পর্যটক এর মৃত্যু হয়। আহত হয়েছিলেন বেশ কয়েকজন, তাই রীতিমত সতর্ক প্রশাসন। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা যাওয়ার রাস্তা। পরিস্থিতির উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

প্রবল তাপে তুষারে ঢাকা সিকিমের ছাঙ্গু লেক, সতর্ক প্রশাসন
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment