পাখিদের দেশে আবার বাঘের দেখা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ দু’ দশক পর আবার বাঘের দেখা মিলল দার্জিলিং জেলার মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। রাজ্য বন দফতর সূত্রে খবর, বাঘ আছে এমন জানতে পেরে, জঙ্গলের একাধিক জায়গায় ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল। আর সেই ট্র্যাপ ক্যামেরাতেই এই বাঘের হদিশ। পশ্চিমবঙ্গের বন দফতরের মুখ্য আধিকারিক দেবল রায় বলেন, আশাকরি আগামী জুলাই মাসের মধ্যে আরও কিছু রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া যাবে। এবং ছবি সংগ্রহ করার চেষ্টা করব। সেই সময়ের পরেই আমরা আরও রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব সম্পর্কে জানতে পারা যাবে। উল্লেখ্য, মহানন্দা বন্য প্রাণ অভয়ারণ্য পাখিদের জন্য বিখ্যাত। এই অভয়ারণ্যে ৩০০ বেশী প্রজাতির পাখিদের বিচরণ ভূমি। স্থানীয় ও বিদেশী পাখিদের বিচরণ ক্ষেত্র। শ্যালো, সুইফট, বাবলার, সানবার্ড, কিং ফিশার সহ হিমালয়াণ পীড হর্ণবিল ইত্যাদি এই অভয়ারণ্যে দেখা যায়। বৃহৎ প্রানীদের মধ্যে হাতি, গৌড়, হরিণ, নেকড়ে এবং বন্য বিড়াল এই অরণ্যে দেখতে পাওয়া যায়।








