Banner Top

পানিয় জলের দাবিতে পথ অবরোধ বিক্ষোভ মহিলা-শিশু

                                     দাবদাহ লাইভ, হাওড়া, বাবু হকঃ  জয়পুর থানার পুলিশের মধ্যস্থতাতে অবরোধ ওঠে। হাওড়া জেলার জয়পুর থানার আমতা দুই নম্বর ব্লক, আমতা বিধানসভার অন্তর্গত ঝামটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার তফসিলি জাতি প্রাধান্য এলাকার কলশডিহিতে, সপ্তাহের প্রথম দিন সোমবার সতেরো এপ্রিল সকাল নটা থেকে পর্যায়ক্রমে বেলা সাড়ে দশটা পর্যন্ত চলে পথ অবরোধ ও বিক্ষোভ। কয়েক শ’ ভুক্তভোগী মহিলা ও শিশু সহ পুরুষ কয়েক শতাধিক গ্রামবাসীরা এই বিক্ষোভে সামিল হন। জয়পুর বাগনান বাস, কুলিয়া তেখালা অটো, এছাড়াও আরো বিভিন্ন ধরনের রুটের টোটো অবরোধে আটকে পড়ে বলে জানা গেছে। এলাকার বাসিন্দা কার্তিক দলুই বলেন গণ আবেদন করা হয়েছে এলাকার প্রধানের কাছে তিনি সমস্যা সমাধানের জন্য কোন সুরাহা করতে আসেনি। এলাকার বাসিন্দারা মহিলারা বলেন নিম্ন মানের পাইপ লাইনের মাধ্যমে টাইম কলের পানি দেওয়ার চেষ্টা করে কিন্তু গ্রামের শেষ সীমানা হওয়ার ফলে ঠিক ঠাক ভাবে পানিয় জলের সমস্যা দেখা দিয়েছে। এলাকার বাসিন্দারা আরো বলেন যে কটা টিউকল আছে তা দেখভালের অভাবে এলাকার পর এলাকা পানিয় জলের সমস্যায় জর্জরিত ।এমনিতেই বৈশাখের তাপমাত্রা বৃদ্ধির জন্য হাসফাস অবস্থা তার মধ্যে টাইম কলের জল সরবরাহ অনিয়মিত হয়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘ দিনের জমানো কষ্ট দুঃখ বেদনা আজ বিক্ষোভ অবরোধের মাধ্যমে থানার পুলিশকে জানান তাঁরা। এলাকার বাসিন্দা ও ঝামটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাক্তন সদস্য বিলাস দলুই বলেন তীব্র তাপমাত্রা বৃদ্ধির ফলে, জল- যন্ত্রণা এলাকার টিউব ওয়েল বিকল হয়ে আছে। তার উপর অনিয়মিত টাইম কলের জল সরবরাহ। ফলে এলাকার বাসিন্দারা নিদারুণ সমস্যায় পড়েছে। জন প্রতিনিধিদের জানিয়ে কোন ধরনের সহযোগিতা ও সুরাহা হয়নি। ফলে এলাকার বাসিন্দারা মহিলা ও শিশু সহ পুরুষ বিভিন্ন পাড়ার বিক্ষোভ ও অবরোধে সামিল হন। জয়পুর থানা সূত্রে জানা গেছে সমস্যা সমাধানের জন্য আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি নিয়ে পি এইচ ই-র আধিকারিককে জানানো হয়েছে।  জয়পুর থানার পুলিশ ও পিএইচই-র আধিকারিকরা আজকে বিকালে এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে বলে জানা গেছে। এ সম্পর্কে প্রধানকে জানতে চাওয়া হলে তিনি বলেন বিষয় অবগত আছি, চেষ্টা চলছে।

পানিয় জলের দাবিতে পথ অবরোধ বিক্ষোভ মহিলা-শিশু
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment