Banner Top

পঞ্চায়েত নির্বাচন মুহূর্তে রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ গ্রামবাসীরা

                                                     দাবদাহ লাইভ, বনগাঁ,  বৈশাখী সাহাঃ সামনেই অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। আর নির্বাচনের মুহূর্তে শাসকদলের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উঠে আসার পাশাপাশি উঠে আসছে রাস্তা সংস্কার না করার অভিযোগ। এমনই দৃশ্য তুলে ধরা হলো। নির্বাচন আসে আবার চলেও যায়। নেতারা প্রতিশ্রুতি দিলেও সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় রয়েছে রাস্তা। রাস্তাটি সংস্কারের জন্য একাধিকবার পঞ্চায়েতে জানিয়েও কোনও সূরাহা মেলেনি। এমনই অভিযোগে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার বাগদা ব্লকের কুমারখোলা কলোনি থেকে এমনই চিত্র উঠে আসে। কুমারখোলা কলোনী এলাকায় থাকা রাস্তাটি সংস্কার হয় না বহু বছর। ফলে পুরো রাস্তাটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। রাস্তা থেকে পীচের চাদর একেবারেই উঠে গেছে। পরিবর্তে যত্রতত্র মাথা উঁচিয়ে রয়েছে বড়ো বড়ো খোয়া, তৈরী হয়েছে ছোট বড়ো গর্ত। ফলে যাতায়াতের পক্ষে রাস্তাটি হয়ে উঠেছে একেবারে অযোগ্য। রাস্তার কোনরকম উন্নতি না হওয়ায় ক্ষোভ উগড়ে দেয় স্থানীয়রা। ক্ষুব্ধ গ্রামবাসীদের কথায়, স্থানীয় বেশ কিছু গ্রামের মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। বাজার, হাট, স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস, আদালত  এর মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেতে গেলে ওই রাস্তাটিই তাদের একমাত্র ভরসা। পথ চলতে গিয়ে একটু অন্যমনস্ক হয়ে পড়লে রাস্তায় পড়ে গুরুতর জখম হতে হয়। জরাজীর্ণ রাস্তা দিয়ে চলাচলের সময় যানবাহন প্রায়শই বিকল হয়ে পড়ে। সাইকেল চালিয়ে যাওয়াটাও একপ্রকার দুষ্কর। রাস্তাটি দিয়ে কোনো গর্ভবতী বা অসুস্থ ব্যাক্তিকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবার সময় মৃত্যুও হয়। ওই রাস্তায় প্রায়শই ঘটে দূর্ঘটনা। যার কবলে পড়ে অকালে ঝড়ে পড়ে বহু তরতাজা প্রাণ। বর্ষার সময় এলাকায় দেখা দেয় বন্যা। রাস্তায় জমে যায় হাঁটু সমান জল। ফলে রাস্তায় থাকা খোয়া, গর্ত বোঝার উপায় থাকে না। সেই সময় জলমগ্ন রাস্তায় কোথায় গাড়ি উল্টে গিয়ে ঘটবে দূর্ঘটনা! সেই আতঙ্কেই মুলত বাবা মায়েরা তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দেন। ফলে বর্ষার সময় স্কুল পড়ুয়াদের পঠন পাঠন একপ্রকার বন্ধই থাকে। বহু বছর যাবত ভগ্নদশায় পড়ে থাকলেও কোনো হুঁশ নেই প্রশাসনের। বহুবার পঞ্চায়েত, অঞ্চল প্রধানকে জানানো হয়েছে। মিলেছে কেবল প্রতিশ্রুতি, কিন্তু সংস্কার আজও হয়নি বলে অভিযোগ। তাদের কথায়, কেবলমাত্র ভোটের সময় নেতারা ভোট পাওয়ার আশায় প্রতি বাড়ি বাড়ি যায়। সেই সময় রাস্তার প্রসঙ্গ তুললেই, এখনো রাস্তা সংস্কারের অনুমোদন পাওয়া যায়নি, কিছুদিন পরে হবে বলে জানায় তারা। দীর্ঘ বছর যাবত রাস্তা সংস্কার নিয়ে এভাবেই চলছে টালবাহানা। ভোট আসলে নেতাদের থেকে শুধুই মেলে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতির বন্যা। ওদের শুধু ভোট দরকার, রাস্তার দরকার নেই। সাধারণ মানুষের কথা কখনোই ভাবে না নেতারা।  পুনরায় অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। আবারও ভোট পাওয়ার আশায় গ্রামবাসীদের দুয়ারে যাবে নেতা। কিন্তু রাস্তা সংস্কার নিয়ে তাদের কোনো মাথাব্যাথা নেই সংবাদমাধ্যমের সামনে এমনই অভিযোগ করে ক্ষুব্ধ গ্রামবাসীরা। পঞ্চায়েত ভোটের আগে অবিলম্বে কুমারখোলা এলাকার জরাজীর্ণ রাস্তাটি সংস্কার করা হোক এমনই দাবি ক্ষুব্ধ গ্রামবাসীদের। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেয় স্থানীয় জনপ্রতিনিধি। পঞ্চায়েত নির্বাচন এর আগে রাস্তাটি আদৌ সংস্কার হবে কিনা! অপেক্ষায় কুমারখোলা কলোনির বাসিন্দারা।

পঞ্চায়েত নির্বাচন মুহূর্তে রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ গ্রামবাসীরা
User Review
73% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment