নববর্ষে আনন্দময়ী কালী বাড়িতে পুজো দিলেন মেয়র
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ নতুন বছরের প্রথম দিনে মহাবীরস্থান সংলগ্ন আনন্দময়ী কালীবাড়িতে পুণ্য লগ্নে দেবীর আশীর্বাদ প্রার্থনায় উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন সকালে মেয়র শিলিগুড়ির অন্যতম পুরানো এবং ঐতিহ্যবাহী কালীবাড়ি আনন্দময়ী কালীবাড়িতে পুজো দিতে উপস্থিত হন। আজ নববর্ষের দিন, সকাল থেকে আনন্দময়ী কালীবাড়িতে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।।মেয়র গৌতম দেব পূজো দিয়ে আনন্দময় কালীবাড়িতে।মেয়র পূজো দিয়ে বেশ কিছুক্ষণ ছিলেন কালীবাড়িতে। পূজো দেওয়ার পর তিনি জানান আজ বাঙালির বর্ষবরনের প্রথম দিনে মন্দিরে এসে ভালো লাগছে। মেয়র জানান তাঁর ভালো লাগল বছরের প্রথম দিন মায়ের মন্দিরে আসতে পেরে।








