গোবরডাঙা রাজবাড়ীর বাংলা বর্ষবরণ
দাবদাহ লাইভ, হাবরা, বাসুদেব সেনঃ আজ সকাল ৭টা থেকে দুপুর ১২টা অব্দি গোবরডাঙা রাজবাড়ী প্রাঙ্গণে পঞ্চদীপ সাংস্কৃতিক সংস্থা বর্ষবরণ অনুষ্ঠান পালন করে। সংস্হার কর্ণধার অপূর্ব কুমার বিশ্বাস বেশ কিছুদিন আগে পরলোকগমন করেছেন। বর্তমানে রবীন বাড়ুই, তন্ময় মন্ডল, বাসুদেব মুখোপাধ্যায় ও আরও অনেকের উদ্যোগে প্রতিবছর এই অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠেন বহু কবি, শিল্পী, নৃত্য, গানে ভরপুর হয়ে যায়। প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন কুমার বালা বাংলা ভাষার জাগরণের জন্য এই সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন। গোবরডাঙা গবেষণা পরিষদের বাসুদেব মুখোপাধ্যায় এতদঞ্চলে সঙ্গীত চর্চার ইতিহাস বর্ণনা করেন। তিনি আরো জানান যে, ১৭৭৯ সাল নাগাদ খেলারাম মুখোপাধ্যায় ইংরেজ সাহেব হেঙ্কেলের কাছ থেকে মুহুরী থেকে সেরেস্তাদার হওয়ার পর এই জমি পেয়ে জমিদারবাড়ি তৈরি করেন। খেলারামের মৃত্যুর পর তাঁর ছোট ছেলে কালীপ্রসন্ন এখানে প্রসন্নময়ী কালীমন্দির এবং দ্বাদশ শিবমন্দির তৈরি করেন। বাড়ির সামনের পুকুরে যমুনা নদী থেকে এখনো জল আসে। ঝরনা হয়ে বর্তমানে তিন ভাই স্বপনপ্রসন্ন, নয়নপ্রসন্ন ও অঞ্জনপ্রসন্ন এই রাজবাড়ীতে বসবাস করছেন। অঞ্জন প্রসন্ন দৈনিক ‘ আজকাল ‘ পত্রিকায় কাজ করতেন। পরিমিতি সরকার, রূপালী ও প্রাপ্তি ঘোষের নৃত্য এবং বিজয় প্রামানিকের বংশীবাদন সবাইকে মোহিত করে তুলেছে। কবিতা পাঠ করেন কৃষ্ণ ব্রহ্ম, তাপস তরফদার,তমাল বনিক, টুলু সেন, পলাশ মন্ডল ও আরও অনেক গুণী কবিগণ। সঞ্চালক ছিলেন রবীন বাড়ুই।








