হিমঘরের ছাদ ভেঙ্গে অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন
উদ্ধার কার্যে ডিজাস্টার রেসপন্স টিম
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ সম্প্রতি, জলপাইগুড়ি জেলার অন্তর্গত ময়নাগুড়ি জল্পেসে হিমঘরের ছাদ ভেঙে পড়ে অ্যামোনিয়া গ্যাসের পাইপ ফেটে যায়। পাইপ থেকে গ্যাস নির্গম হওয়ার কারণে অন্তত নয় জন অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ ৯ জনকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর খবর দেওয়া হয় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিমকে। তবে অভিযোগ উঠে ঘটনাটি বিকেলবেলা হলেও তাদের খবর দেওয়া হয়েছে রাতে। কেউ যাতে হিম ঘরের সামনে যেতে না পারে, সেই জন্য নিরাপত্তা ব্যবস্থা উদ্ধার করা হয়েছে। পুলিশ নিরাপত্তার বেষ্টনী করে রেখেছে। আশেপাশের বাসিন্দাদের একটি অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছে বলে জানা গেছে। ন্যাশনাল ডিজস্টার টিমের ৩০ জন তাদের সব দল রেসকিউ অপারেশন করছে বলে সূত্রের খবর মিলেছে। সংশ্লিষ্ট টিমের এক আধিকারিক জানিয়েছেন, গ্যাস চেম্বার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পাইপের মধ্যে এখনো অল্প পরিমাণে গ্যাস রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কাজ করা হবে।








