ধনধান্য ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধন মুখ্যমন্ত্রীর
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমিত মজুমদারঃ গত ১৩ ই এপ্রিল আলিপুরে শঙ্খের আদলে তৈরি ‘ধনধান্য’ ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪৪০ কোটি টাকার ব্যয় নির্মিত হল এই ইন্ডোর স্টেডিয়ামটি। পুর্ত দপ্তর এই স্টেডিয়ামটি তৈরি করে এবং হিডকো তত্ত্বাবধানে থাকবে। পয়লা বৈশাখের আগে আরও একটি ইনডোর স্টেডিয়াম পেল কলকাতা। আলিপুরে শঙ্খের আদলে তৈরি এই উদ্বোধনে গিয়ে রাজ্যের পর্যটনের শিল্পের উয়ন্ননের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশেই রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে হোমস্টে খুলে পর্যটনের মানচিত্রে বিপুল পরিবর্তন হয়েছে। এই ইনডোর স্টেডিয়ামে দুটি বড় হল তিনটি থিয়েটার হল দুটি বোর্ড কক্ষ এবং ছয়টি অতিথিশালা ও দুটি ডরমিটরি কক্ষ থাকছে। ২০১৮ সাল থেকে এই কর্মযজ্ঞ। কিন্তু করোনা মহামারীতে থমকে যায়। আবারও শুরু হয় এই মহান কর্মযজ্ঞে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। এবং বাংলা নববর্ষের আগেই কলকাতাবাসীকে উপহার দিলেন এক ঝাক চমক ইন্ডোর স্টেডিয়াম। এই স্টেডিয়াম তৈরীতে যারা শ্রমিক হিসাবে কাজে যুক্ত থেকেছেন তাদেরকে সংবর্ধনার জন্য মুখ্যসচিবকে মুখ্যমন্ত্রী এদিনের মঞ্চ থেকে নির্দেশ দিয়েছেন।








