ইস্টবেঙ্গলকে হারালো সৃষ্টির ক্ষুদেরা
দাবদাহ লাইভ, নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ তিনবছর পর হল সি এ বি পরিচালিত জুনিয়র ওসাব জুনিয়র ম্যাচ। কোভিডের জন্য সিনিয়র ক্রিকেট হলেও বন্ধ ছিল জুনিয়র ক্রিকেট। ২০২৩ ক্রিকেট মরশুমে পুনরায় শুরু হল জুনিয়র ক্রিকেট। জুনিয়র অনুর্ধ ১৫-এর শুরু তে এক নজির গড়ল মধ্যমগ্রামের সৃষ্টি ক্রিকেট একাডেমি। মরশুমের শুরুতেই তারা হারালো ইস্টবেঙ্গলের মত শক্তিশালী দল কে।যে একাডেমির প্রতিষ্ঠাতা বর্তমান সি এ বির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান প্রসেনজিত ব্যানার্জি। সৃষ্টি ক্রিকেট একাডেমি থেকেই উঠেছে সুদীপ চ্যাটার্জি ঋত্বিক চ্যাটার্জির মতন ক্রিকেটাররা। সি এ বি অনুর্ধ ১৫এর প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গলকে ৫২ রানে পরাজিত করল সৃষ্টির ক্ষুদেরা। সৃষ্টির হয়ে সর্বোচ্চ রান করে ঋতিক পাত্র(৫৪) ও রাজ বিশ্বাস (৩৪)। ৩ টি করে উইকেট নেয় শুভজিত মন্ডল ও অঙ্কিত পাল। মাঠে থেকে সৃষ্টির ক্ষুদেদের উৎসাহ দিয়ে গেছেন সৃষ্টির জুনিয়র ব্যাচের কোচ জয়রাম ওরাও ও সৃষ্টির ম্যানেজার শ্যামল সাহা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাদের এই জয় তাদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে।








