নিউবারাকপুর থেকে দীঘা বাস পরিষেবা ফের চালু
দাবদাহ লাইভ, নববারাকপুর, অলোক আচার্য্যঃ সম্প্রতি, নিউ বারাকপুর থেকে দীঘা বাস পরিষেবা করোনা আবহের পর পুনরায় চালু হয়। কৃষ্টি পার্শ্বস্হ শেড থেকে সবুজ পতাকা নেড়ে বাস পরিষেবার আনুষ্ঠানিক চালু করেন পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা, ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস সহ দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বেলঘড়িয়া ডিপোর ইনচার্জ সোমনাথ বসু, পারচেজ অফিসার আবির চৌধুরী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন। চেয়ারম্যান জানান ২০১৮ সালে তৎকালীন কাথির বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের ঐকান্তিক উদ্যোগে প্রথম চালু হয়েছিল নিউ বারাকপুর দীঘা বাস পরিষেবা। দু বছর চালু থাকার পর করোনা অতিমারি আবহে বন্ধ হয়ে যায় পরিষেবা। তারপর এলাকার মানুষের চাহিদা পূরণে পুনরায় নিউ বারাকপুর পুরসভার উদ্যোগে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তীর প্রচেষ্টায় পুনরায় চালু হল নিউ বারাকপুর দীঘা বাস পরিষেবা। প্রতিদিন সকালে ৬-৪৫ মিনিট ছাড়বে এই বাস্টি। দীঘা থেকে নিউ বারাকপুর উদ্দেশ্য ছাড়বে দুপুর ২টো। ভাড়া জনপ্রতি ১৫০ টাকা। ৫৪ সিটের সরকারি বাস। নিউ বারাকপুর, এয়ারপোর্ট থেকে ডানলপ, সলোপ, ধুলাগড়, রানিহাটি, বাগনান, মেচেদা, নন্দকুমার হয়ে নিউ দীঘা পৌছবে। কমবেশি পাঁচ ঘন্টা সময় লাগবে। এলাকাবাসী খুশি পুনরায় দীঘা বাস চালু হওয়ার ফলে। খুশির হাওয়া শহরজুড়ে।








