গ্রেফতার ভুয়ো সি বি আই অফিসার
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ ভুয়ো সিবিআই আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা। এমনই অভিযোগের ভিত্তিতে এক ব্যাক্তিকে আটক করে রাজারহাট থানার পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫শে মার্চ বিপ্লব অধিকারী নামে রাজারহাটের এক বাসিন্দা রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এই মর্মে যে, ফেব্রুয়ারি মাসে চিনার পার্কের একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন তিনি। সেখানে শুভজিৎ বারুই নামে এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। ওই ব্যাক্তি নিজেকে সিবিআই আধিকারিক হিসেবে পরিচয় দেয়। বাক্যালাপ চলাকালীন তাকে পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় ভুয়ো সিবিআই পরিচয় দেওয়া শুভজিৎ। অভিযোগকারী বিপ্লব অধিকারী তার কথায় রাজিও হয়। এরপর তার কাছ থেকে ধাপে ধাপে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। দীর্ঘদিন কেটে গেলেও কোন রকম লাইসেন্স পায়নি, এমনকি ফোনে কোনো যোগাযোগ করতে না পারায় সন্দেহ হয় অভিযোগকারীর। এরপর রাজারহাট থানায় গিয়ে ঘটনার বিবরন জানিয়ে ওই ভুয়ো সিবিআই আধিকারিক এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারী। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে রাজারহাট থানার পুলিশ। এরপর মোবাইল টাওয়ার লোকেশন ধরে সোমবার হাওড়া থেকে শুভজিৎ বারুই নামে ওই ভুয়ো সিবিআই আধিকারিককে গ্রেপ্তার করে রাজারহাট থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় ক্রাইম ইন্টেলিজেন্স ফোর্স ট্রাস্টের নামে করা একটি পরিচয় পত্র। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ। পাশাপাশি পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার ধৃতকে বারাসাত মহকুমা আদালতে তোলা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। ভুয়ো সিবিআই আধিকারিক এর বর্তমান স্থান পুলিশি হেফাজত। তবে ধৃত কতদিন যাবত ওইরূপ কাজের সাথে যুক্ত, সে আর কারও সাথে প্রতারণা করেছে কিনা, প্রতারণা করতে আর কি কি উপায় অবলম্বন করেছে, তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, উঠেছে এমনই নানান প্রশ্ন। ইতিমধ্যে, পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব হবে বলে জানায় রাজারহাট থানা পুলিশ।








