স্টোন কোল্ড গানের সরাসরি ইউটিউব লাইভ
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমিত মজুমদারঃ আকাশ সরকারের পরিচালনায় এবং ঐশ্বর্য রায়ের সুমধুর কণ্ঠে ও ন্যাচারাল অভিনয়ে, ইউটিউবে লাইভ হয়েছে “স্টোন কোল্ড” নামক মিউজিক ভিডিও প্রকাশিত হলো। কলকাতা ইউটিউব চ্যানেলেই সেটি আপলোড হওয়ার পর থেকে শ্রোতাদের মধ্যে দুরন্ত সাড়া পাওয়া গিয়েছে। বস্তুত স্টোন কোল্ড গানটি অরিজিনালি ডেমি লোভাটোর গাওয়া এবং অসম্ভব সুন্দর ভাবে সেটি পর্দায় তুলে এনেছেন আকাশ। তার কথায়, “ঐশ্বর্য দূর্দান্ত গেয়েছেন, এই কাজটির পরিচালনা করতে পেরে আমার খুব ভালো লেগেছে।” বস্তুত আকাশ কিছুদিন আগেই চিত্রকর নামের একটি আপকামিং প্রজেক্ট পরিচালনা করলেন, যেটির মুখ্য অভিনয়ে সৌরভ দাস। কোল্ড স্টোন কাজটির এডিট ও সিসি সম্পন্ন হয়েছে আকাশ ইন্ডি ফিল্মসের হাউসে। প্রজেক্টের ডিওপি অভিজিৎ নাথ এবং গিটারিস্ট জিৎ চ্যাটার্জী। মিক্স ও মাস্টারিং করেছেন শৈবাল কর্মকার। শুটিং হয়েছে এপি ষ্টুডিওতে। এই মিউজিক ভিডিওটির স্ক্রিনিং করা হয়েছে কলকাতা শহরের অভিজাত এলাকা পার্ক স্ট্রিটের সোল-দা স্কাই লঞ্জ নামের রেস্টুরেন্টে। এই প্রজেক্টটিতে হেল্প করবার জন্য উৎস ঘোষকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে আকাশ ইন্ডি ফিল্মসের তরফ থেকে।








