বাইসনের হামলায় মৃত্যু এলাকায় চাঞ্চল্য
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ কোচবিহারে বাইসন হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার বিষয় জানা গেছে, বীরেন বর্মন বয়স ৫৯, এদিন সকালে ফুলের বাগানে ফুল তুলতে গিয়েছিলেন। সেই সময় অতর্কিতে একটি বাইসন হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বাইসনের হামলায় অন্তত আটজন আহত হয়েছেন বলে সূত্রে জানা গেছে। মৃত ব্যক্তির ছেলে জানিয়েছেন তার বাবা ফুলের বাগানে গিয়ে ফুল তুলছিল সে সময় আচমকা চিৎকার শুনতে পান। ঘাতক বাইসনটিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
বাইসনের হামলায় মৃত্যু এলাকায় চাঞ্চল্য
91%








