মৌসুমের প্রথম বৃষ্টির অনুভূতি পেতে হলে ঠিকানা সামালবং
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ কলকাতা সহ দক্ষিণবঙ্গ জ্বলছে দহন জ্বালায়। এই ভয়ানক পরিস্থিতিতে অনেকেই চাইছেন পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য। সেরা ঠিকানা কালিম্পং সামালবং। মৌসুমের প্রথম বৃষ্টিতে স্নাত হতে গেলে চলে যেতে হবে। অক্টোবর নভেম্বর মাসের পরে গেলে আবার অন্যরকম অনুভূতি। এই অঞ্চলে রয়েছে একাধিক ভিউ পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘা কে দেখতে দুর্দান্ত দেখায়। এই অঞ্চল কৃষি কাজের জন্য বিখ্যাত, গম ভুট্টাসহ একাধিক ফসলের চাষাবাদ হয়ে থাকে। রয়েছে রেলি নদী, ভিউ পয়েন্টে গিয়ে রেলি নদী দেখতে এক অন্যরকম অভিজ্ঞতা। অসংখ্য পাহাড়ের বাঁকে এঁকেবেঁকে চলেছে রেলি নদী। রয়েছে দুর্গম ঘন জঙ্গল। কাছেই রয়েছে হনুমান মন্দির। এছাড়া আশেপাশেই আছে মনিস্ট্রি, পবিত্র গির্জা। স্থানীয় বাসিন্দাদের সহজ সরল জীবনযাপন নিয়ে আসে এক আলাদা অনুভূতি। পাহাড়ে এমন অনেক জায়গা রয়েছে যেখানে রাত্রিবেলা ঘোরার জন্য কিছু থাকেনা। ব্যতিক্রমী সামালবং, সাবধানে ভিউ পয়েন্টে গিয়ে সেখান থেকে শহরকে দেখার আলাদাই অনুভূতি। থাকবার জন্য রয়েছে হোমস্টে, মাথাপিছু খরচ ১৫০০ টাকা দিন প্রতি। শিলিগুড়ি থেকে ৭০ কিলোমিটার দূরে কালিম্পং সামালবং, গাড়ি করে অনায়াসেই চলে যাওয়া যায়। বর্ষাকালে প্রকৃতি এখানে এক রূপ নেয়।








