স্বাস্থ্য প্রকল্প ও অর্থ পুরস্কারের নামে প্রতারণায় আটক ৪১
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ নানান অসৎ উপায় অবলম্বন করে প্রতিনিয়ত প্রতারনার ছক কষে চলেছে প্রতারকেরা। আর প্রতারকদের তৈরী প্রতারনার ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে সাধারন মানুষ। এমন ঘটনা প্রায়শই ধরা পড়ে সংবাদমাধ্যমের পর্দায়। পুনরায় প্রতারণা মুলক এক ঘটনা তুলে ধরা হলো জনসম্মুখে। বিদেশি নাগরিকদের বিনামূল্যে অর্থ পুরস্কার ও হেল্থ স্কিমের নামে প্রতারণা করার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ভুয়ো কল সেন্টারের হদিস পায় পুলিশ। এরপর কল সেন্টারে হানা দিয়ে পাঁচ জন মহিলা সহ মোট ৪১ জনকে আটক করে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় উত্তর ২৪ পরগনা জেলার সল্টলেক সেক্টর ফাইভের একটি বহুতলের আট তলায় একটি অফিস নিয়ে দীর্ঘদিন যাবত ওই ভুয়ো কল সেন্টার চালাচ্ছিল প্রতারকেরা। সূত্র মারফত খবর পেয়ে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ ওই অফিসে হানা দেয়। সেখান থেকে ৫ জন মহিলা সহ মোট ৪১ জনকে আটক করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে, তারা বেআইনিভাবে ওই কল সেন্টার চালাচ্ছিল। মূলত বিদেশি বয়স্ক মানুষদের টার্গেট করতো ওই প্রতারকরা। সেই অনুযায়ী বিদেশী বয়স্ক মানুষদের হেল্থ স্কিম ও আর্থিক পুরস্কার দেওয়ার নাম করে ফোন করতো। রাজি হলে, অর্থ দেবার নাম করে অসৎ উপায় অবলম্বন করে, তাদের কাছ থেকে অনলাইন মারফত টাকা হাতিয়ে নিত অভিযুক্তরা। ধৃতদের কাছ থেকে ৫০ টি কম্পিউটার, তিনটি ল্যাপটপ ও ৪১ টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ। পাশাপাশি পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার ধৃতদের বিধান নগর আদালতে তোলা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। ওই প্রতারণা চক্রের মুল পান্ডা কে, কতদিন যাবত এবং কিভাবে তারা ওইরূপ কর্মকান্ড চালাচ্ছিল, এমনই নানান প্রশ্নের উত্তর পেতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে বলে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা সূত্রে খবর।








