মে ফিরভি তুমকো চাহুঙ্গা মঞ্চের দিকে এক দৃষ্টিতে কোয়েল
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ সম্প্রতি, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ছিল অরিজিত সিং এর কনসার্ট, সুরের রাজপুত্র উপস্থিত দর্শক মন্ডলীর হৃদয় জয় করলেন। মঞ্চে একের পর এক গিটার হাতে গান করে নস্টালজিক পরিবেশ তৈরি করেছিলেন অরিজিৎ। হিন্দি গানের সাথে সমানতালে বাংলা গান করে মাতিয়ে দিয়েছেন অরিজিৎ। উক্ত অনুষ্ঠানের বিভিন্ন ভিডিওগুলি এখনো সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। তারই মধ্যে উল্লেখযোগ্য অরিজিৎ যখন মঞ্চে ফির ভি তুমকো চাহুঙ্গা গান করছেন, আবেগময় হয়ে পড়েছে উপস্থিত দর্শক মন্ডলী। মঞ্চের সামনে থাকা অরিজিতের পত্নী স্ত্রী কোয়েল সিংও গলা মেলাচ্ছেন। কেসরিয়া গানে ও তাকে গলা মেলাতে দেখা গেছে। ইতিমধ্যেই এই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। অরিজিৎ বরাবর তার স্ত্রীকে আগলে রাখেন, দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক অত্যন্ত গভীর। শিলিগুড়ির কনসার্টে যার প্রমাণ আবারো পাওয়া গেল। প্রসঙ্গত স্কুল জীবন থেকেই দুজনের প্রেম, তবে ভাগ্যের পরিহাসে মাঝে বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৪ সালে চার হাত এক হয়, দুজনেরই দ্বিতীয় বিয়ে। তবে তারা এখন সুখী দম্পতি, সন্তানদের ভরা সংসার অরিজিৎ দম্পতির।








