শিলিগুড়িতে গানে মাতালেন অরিজিৎ
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ নীলের নীলিমায় শিলিগুড়িকে মাতিয়ে দিলেন অরিজিৎ, শহরবাসী মনে রাখবে সুরের রাজপুত্রকে। তিনি অষ্টাদশীদের হার্ট টব। তবে অষ্টাদশী বললে ভুল হবে ৮ থেকে ৮০ সকল বয়সীদের কাছের মানুষ অরিজিৎ সিং। সাধারণ থেকেও কিভাবে অসাধারণ হওয়া যায় তার সাক্ষ্য প্রমাণ তিনি। বাংলার সুরেলা ছেলের গানে কিছুদিন আগে দুলেছিল কলকাতা, এবার উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ি। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অরিজিৎ সিং এর মেগা শো অনুষ্ঠিত হয়। একের পর এক গান করে অনুরাগীদের হৃদয় জয় করলেন। মোট ১৪ হাজার দর্শক উপস্থিত হয়েছিল প্রোগ্রাম দেখবার জন্য। দর্শকদের প্রত্যাশা পূরণ করলেন। মাঝে খানিক বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু তিনি যে অরিজিৎ, কোন প্রতিকূলতাই তাকে টলাতে পারেনা। বৃষ্টির মধ্যেও একের পর এক সুরেলা গানের মাধ্যমে স্টেডিয়াম চত্বরে স্বর্গীয় পরিবেশ সৃষ্টির কারিগর। সূত্রে খবর পাওয়া গেছে শো থেকে প্রাপ্ত টাকা তিনি অভাবী শিশুদের জন্য হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে ব্যয় করবেন। বহুদিন ধরেই তার ইচ্ছে নিজের এলাকায় অভাবী শিশুদের জন্য হাসপাতাল তৈরি করা। যেন তাদের অন্য কোথাও দৌড়াতে না হয়। মঙ্গলবার ভোররাতে তিস্তা তোর্সা ট্রেনে করে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে নামেন। যেখানে অন্যান্য সেলিব্রেটিরা বিমান ছাড়া অন্য পরিবহনে যাতায়াত করার কথা ভাবেনই না। একেবারে ব্যতিক্রমী অরিজিৎ, সাদামাটা জীবন, তার মধ্যেও অসাধারণ। স্টেশন থেকে নেমে মিশে জান সকলের সাথে। চা খেয়ে সোজা চলে যান হোটেলে। নীল পাগড়ী, নীল জ্যাকেট নীল টি-শার্ট, নীলের নীলিমায় রাঙিয়ে দিলেন শিলিগুড়িতে।








