সিকিমের ভয়াবহ তুষার ধ্বসে প্রাণ গেল শিলিগুড়ি যুবকের
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ মঙ্গলবার সিকিমে ভয়াবহ তুষার ধসে মৃত্যু শিলিগুড়ির যুবকের। নাম সৌরভ রায় চৌধুরী। প্রসঙ্গত জানা গেছে সৌরভ শিলিগুড়ির শক্তিগড় এলাকার বাসিন্দা। কাজের সূত্রে তার সিকিমে যাওয়া। সৌরভ তার বাবা ও মায়ের একমাত্র সন্তান। নিজেদের একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সোমবার রাতেও সৌরভ তার বাবা মায়ের সাথে কথা বলেছিল। উল্লেখ্য মঙ্গলবার ছুটি থাকায় সৌরভ তার দুই বন্ধুর সঙ্গে ছাঙ্গু লেকে ঘুরতে যায়। মঙ্গলবার দুপুরে ছাঙ্গুর লেকের ১৭ মাইলে ধ্বসের কবলে পড়ে পর্যটকদের বিশাল দল। তার মধ্যে সৌরভও। নিজেদের সন্তানকে হারিয়ে তার বাবা-মা বাকরুদ্ধ। এদিন মেয়র গৌতম দেব সৌরভের পরিবারের সাথে দেখা করেন। তিনি ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বুধবার সৌরভের মৃতদেহ শহরে আনা হবে বলে জানা গেছে।








