স্বাস্থ্য এবং চক্ষু চিকিৎসা শিবির ব্যারাকপুরে
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল করঃ আরসিসি নীল দিগন্ত রোটারি কমিউনিটি কোর্স সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। নীলগঞ্জ বিশেষ উদ্যোগে শিউলি গেটপুকুর সারদা শিশু শিক্ষা নিকেতনে এক স্বাস্থ্য এবং চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। বেলা দশটা থেকে শুরু হয় এই স্বাস্থ্য শিবির বিশিষ্ট চিকিৎসক মন্ডলী তারা দুটি বিষয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়। প্রথমটি স্বাস্থ্য বিষয়ক ও দ্বিতীয়টি চক্ষু বিষয়ক দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ আনুমানিক এক স্বরও বেশি বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন বয়সের মানুষকে চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে এবং নীলগঞ্জ নীল দিগন্ত কর্ণধার তথা সভাপতি শসধর দত্ত মহাশয় জানান সারা বছর ধরেই আমাদের এই স্বাস্থ্য শিবির বিনামূল্যে ঔষধ বিতরণ চক্ষু চিকিৎসা এবং চশমা বিতরণ পর্যন্ত করে থাকি শুধু তাই নয় সারা বছর খরা বন্যা, রমজানের ঈদ থেকে শুরু করে সবকিছুতেই আমরা দরিদ্র মানুষের পাশে রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন বহু বিশিষ্ট সমাজসেবী বর্গ যারা তাদের অক্লান্ত পরিশ্রম দ্বারা মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আজ আমাদের এই সংস্থা দীর্ঘ বছরের প্রায় কম বেশি সব মানুষই চেনেন, জানেন। আমেদাবাদে রয়েছেন বিভিন্ন ফার্মাসিস্ট গন আমাদের সংস্থার সকল সদস্য সদসাগণ তার তারা অক্লান্ত পরিশ্রম করে দুস্থ মানুষের সেবায় নিজেদের নিমজ্জিত করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ চক্ষু চিকিৎসক ডাক্তার বি এন মালাকার তৎসহ আরো অনেকে এবং বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বেরা। তিনি আজ এই শুভ কর্মের উদ্বোধন করেন। আরো জানান আগামী ৬ই এপ্রিল বারাকপুর মনিরামপুরে দে পাড়ায় বটতলাতে বারাকপুর এর ব্যবস্থাপনায় লাভ প্রাঙ্গণে বেলা দশটা থেকে আরও একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে সেখানে ৪০ থেকে ৫৫ বছর বয়সি সব ধরনের ব্যক্তিবর্গকে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণের ব্যবস্থা করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। ঐদিন আনুমানিক ২০০ জন ব্যক্তিবর্গকে ওই চিকিৎসার মধ্যে রাখা হয়েছে। এরকম সমাজসেবা মূলক কর্মকাণ্ড রোটারি কমিউনিটি নীলগঞ্জ নীল দিগন্ত সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানিজেশন সারা বছর ধরেই করে চলেছে। আজ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আরসিসি নীল দিগন্ত নীলগঞ্জ স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি শশধর দত্ত, ডাক্তার কল্পনা বিশ্বাস এমবিবিএস গাইনোলোজিস্ট, ডাক্তার শরৎ হালদার এমডি, ডাক্তার অনিল ঘোষ এমবিবিএস এমডি এইচ, ডাক্তার নইমুদ্দিন(আই স্পেশালিস্ট), ডাক্তার এম রহমান জেনারেল, এবং সর্বোপরি ডাক্তার বি এন মালাকার চেয়ারম্যান প্রজেক্ট এছাড়াও ছিলেন সুফল ঘোষ ফার্মাসিস্ট ও সুদীপ্তা সাধুখা অ্যাক্টিভ ওয়ার্কার তৎসহ আরো অনেকে। মানুষের বিপুল চাহিদা ও ভালোবাসায় নীল দিগন্ত এগিয়ে চলেছে সবার সাথে সবার পাশে।








