বাসের রেষারেষির কবলে পড়ে মৃত ১ আহত ১
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ যাত্রীবাহী গাড়ি অর্থাৎ বাস, অটোর রেষারেষিতে জেরবার নিত্য যাত্রীরা। ওইরূপ রেষারেষির জেরে প্রায়শই ঘটে চলেছে দূর্ঘটনা। এমনই এক দৃশ্য উঠে আসে সংবাদমাধ্যমের পর্দায়। বাসন্তী হাইওয়েতে ঘটে বড়সড় দুর্ঘটনা। দুটো বাসের রেষারেষির কবলে পড়ে মৃত্যু হয় এক বাইক আরোহীর, আহত হয় বাইকে থাকা অপর ব্যাক্তি। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের ঘোষপুর বাজার সংলগ্ন এলাকার ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় কলকাতা থেকে মালঞ্চগামী একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সামনের দিক থেকে আসা একটি বাইকে সজোরে ধাক্কা মারে। রাস্তার অদূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় হাজদা সর্দার নামে বাইক আরোহীর। অন্যদিকে গুরুতর জখম হয় বাইকে থাকা গণেশ মণ্ডল নামে অপর ব্যক্তি। ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। চিকিৎসার জন্য আহত ব্যাক্তিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় নলবনী গ্রামীণ হাসপাতালে। আহত ব্যাক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তর করা হয়। পলাতক বাস চালক। ঘটনার জেরে বাজার সংলগ্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাড়োয়া থানার অধীন লাউগাছি বিট হাউসের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের তদারকিতে বেশ কিছু সময় পর স্বাভাবিক হয় যান চলাচল।








