৪ দেশীয় গুণীজনদিগকে বাংলা সৃজনশীল সম্মাননা প্রদান
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ চার দেশের বিশিষ্ট গুণীজন সন্নিবেশে আগামী বাংলা নীলকমল স্মৃতি সৃজনশীল সম্মাননা প্রদান করা হয় ৮০-র দশকের উল্লেখযোগ্য কবি সৌমিত বসু-কে। সন্মাননা তুলে দিলেন বিশিষ্ট কবি রতনতনু ঘাটী। পাশাপাশি এদিনআগামী বাংলা প্রেস এণ্ড পাবলিকেশন থেকে প্রকাশিত ১৬টি এবং পাতা প্রকাশ থেকে প্রকাশিত মুকুল রায় এর ভ্রমণোপন্যাস বাগেশ্বরী পাহাড় ও সোমের কৌমুদী-র কবিতাগ্ৰন্থ নৌকার পাটাতনে ঘুমায় প্রহর-এর মোড়ক উম্মোচন করা হয় কলকাতায় সেরাম অডিটোরিয়ামে। অনুষ্ঠানের শুভ সূচনায় প্রদীপ প্রজ্জ্বলন করেন কবি কমল দে সিকদার, সাহিত্যিক রতনতনু ঘাটী, অনীশ ঘোষ, কবি আলেসান্দ্রো অনিল ( ইতালি ), কবি সৌমিত বসু, কবি শেলী সেনগুপ্তা ( বাংলাদেশ ), সাংবাদিক ইরানী বিশ্বাস ( বাংলাদেশ ), কবি ও সাংবাদিক জাকির আহমদ ( বাংলাদেশ ), কবি ও সাংবাদিক সুশান্ত নন্দী ( উত্তরবঙ্গ, ইসলামপুর ) , কবি ও শিল্পী পাপিয়া ঘোষাল ( লন্ডন ) প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষাটের দশকের অন্যতম কবি কমল দে শিকদার, কবি সত্যপ্রিয় মুখোপাধ্যায়, অদীপ ঘোষ, রামকিশোর ভট্টাচার্য, ও নয়ের দশকের ইন্দ্রজিৎ ভট্টাচার্য, সুরঙ্গমা ভট্টাচার্য, বাংলাদেশের কবি শেলী সেনগুপ্তা, অধ্যাপক অবশেষ দাস, কবি অমিতাভ মিত্র , অমিত চক্রবর্তী, সুশান্ত নন্দী প্রমুখ। সঙ্গীতশিল্পী আর্য শাওন ভট্টাচার্যের কণ্ঠে রবি ঠাকুরের বিশেষ সঙ্গীত দিয়ে আরম্ভ হয় অনুষ্ঠান। চলে অতিথি বরণ পর্ব। সংস্থার পক্ষ থেকেস্বাগত বক্তব্য রাখেন সাহিত্যিক রতনতনু ঘাটী। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ও সৌভিক বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করা হয়।সঙ্গীত উপস্থাপন করেন শিল্পী দীপান্বিতা রায়। এইদিন দ্য আর্ট এণ্ড ইনোভেশন পুরস্কার ঘোষণা করেন কবি অমিত চক্রবর্তী, অবশেষ দাস। সঙ্গে প্রাপকদের কথা বা কবিতা উপস্থাপন হয়। পাশাপাশি দেবরানি রায় স্মৃতি সম্মাননা পান বাংলাদেশের লেখিকা এবং সাংবাদিক ইরানী বিশ্বাস। সন্তোষ রায় স্মৃতি সম্মাননা পান(কবি, সাংবাদিক, ছন্দশিল্পী সুশান্ত নন্দী। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় স্মৃতি সম্মাননা পান কবি, সাংবাদিক ও সংগঠক জাকির আহমেদ। সৌভিক বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মাননা পান চিত্রপরিচালক, গীতিকার ও সুরকার নির্মাল্য বিশ্বাস। পাশাপাশি সম্মাননা প্রাপকদের সম্পর্কে প্রাসঙ্গিক কথা বলেন কবি ও সাংবাদিক শুভদীপ রায়। অতিথি শ্রদ্ধার্ঘ্য পান রামকিশোর ভট্টাচার্য, সত্যপ্রিয় মুখোপাধ্যায়, সুরঙ্গমা ভট্টাচার্য, স্নেহাশিস চট্টোপাধ্যায়, মধুমঙ্গল বিশ্বাস, অদীপ ঘোষ। লতা মঙ্গেশকর আর্কাইভ ও সংগ্রহশালার প্রতিষ্ঠাতা সঙ্গীত গবেষক স্নেহাশিস চট্টোপাধ্যায় বিশেষ বক্তব্য রাখেন লতা মঙ্গেশকরের জীবন ও সঙ্গীতচর্চা সম্পর্কে।








