জেলা শাসকের সাংবাদিক বৈঠক
দাবদাহ লাইভ, বারাসাত, সন্দীপন মান্নাঃ দুয়ারে সরকার কর্মসূচী নিয়ে উত্তর ২৪ পরগণা জেলা প্রশাসনিক ভবনে জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী সাংবাদিক বৈঠক করেন। রাজ্যসরকারে উদ্যোগে সম্প্রতি দুয়ারে সরকারে কর্মসূচি শহর ছেড়ে গ্রামেও সাড়া ফেলেছে। এই কর্মসূচির বনগাঁ শিবিরে ৪৩,২৬২ জন ক্যাম্পে এসে আবেদন জানায়। এবারের দুয়ারে সরকারে বিশেষ পর্যবেক্ষণ হিসাবে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণা জেলাশাসক ও জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট আধিকারিক। এছাড়াও সরকারে তরফ থেকে যে কমপ্লেন বক্স রাখা হয়েছিল তাতে অভিযোগ জমা পড়ছে বলে জানা যায়। যদিও সংখ্যা ও কিসের ভিত্তিতে অভিযোগ তা’ পরে জানানো যাবে। এই মুহূর্তে সর্ব শ্রেষ্ঠ প্রকল্পগুলোর মধ্যে লক্ষীর ভান্ডার, বিনামূল্যে সাহায্য, স্বাস্থ্য সাথী, হেল্থ ও খাদ্যসাথী উল্লেখযোগ্য।








