জি ২০ পর্যটন বৈঠক দার্জিলিং চা বাগানে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ ভারতের লক্ষ্য ছিল জি টোয়েন্টি বৈঠক উপলক্ষে ভারতের পর্যটনকে গোটা বিশ্বের কাছে তুলে ধরা। বিভিন্ন দেশ থেকে মোট ১৩০ জন প্রতিনিধি এই বৈঠকে যোগ দেন। যার মধ্যে সিঙ্গাপুর অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা থেকে প্রতিনিধিরাও রয়েছেন। ১লা এপ্রিল থেকে ৩ এপ্রিল তিন দিন ধরে এই বৈঠক দার্জিলিং জেলায় অনুষ্ঠিত হলো। পহেলা এপ্রিল বৈঠক অনুষ্ঠিত হয় কার্শিয়াং এ, ২রা এপ্রিল বৈঠক অনুষ্ঠিত হয় শিলিগুড়ি সংলগ্ন একটি চা বাগানে। এদিন ছিল বৈঠকের শেষ দিন, বৈঠকের পরিসমাপ্তি পর আনন্দে মেতে ওঠেন সকলে। বৈঠক পরিসমাপ্তির সকলের যাওয়ার কথা ঘুম স্টেশনে। সেখান থেকে টয় ট্রেনে করে নস্টালজিক অনুভূতি উপলব্ধি করতে করতে দার্জিলিংয়ের ফেরা। তারপর রাজভবনে ভ্রমন সাথে মধ্যাহ্নভোজ। বিকেলের পরের থেকে সমতলে ফেরা।








