ঝাড়গ্রাম-সাঁকরাইলে হাতির তাণ্ডব অব্যাহত
দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইত, ঝাড়গ্রামঃ সোমবার সকাল থেকেই ফের শতাধিক দাঁতাল হাতির দল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ও ঝাড়গ্রাম ব্লক জুড়ে তাণ্ডব শুরু করেছে। যার ফলে সাঁকরাইল ব্লকের হাড়িভাঙ্গা সহ বিস্তীর্ণ এলাকায় হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। হাড়িভাঙ্গা সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে ঢুকে বেশ কয়েকটি মাটির বাড়ি ভেঙে দিয়েছে এবং বহু জমির বোরো ধানের চাষ নষ্ট করে দিয়েছে হাতির দলটি। যার ফলে হাঁড়ি ভাঙ্গা এলাকার গ্রামবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের দাবি হাতির হামলায় যাদের ফসলের ও ঘরবাড়ির ক্ষতি হয়েছে, সেই পরিবার গুলিকে দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে। সেই সঙ্গে হাতির দলকে এই এলাকা থেকে অন্যত্র সরাতে হবে। যেভাবে প্রায় শতাধিক হাতি ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে আরো ফসলের ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও বন দপ্তরের আধিকারিকরা। পুলিশ ও বন দপ্তরের আধিকারিকরা যাদের ঘর বাড়িও ফসলের ক্ষতি করেছে হাতির দল, তাদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে প্রায় তিন ঘন্টা পর গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেয়। পথ অবরোধ উঠে যাওয়ার পর ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল শুরু করে। এছাড়াও ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া, চিথল বনি, বালি ভাষা, লোধাশুলি, ভাউদা, সিমলি, জারুলিয়া, পুকুরিয়া সহ বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে ভাগ হয়ে হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে। কোথাও ২৫ টি হাতি, কোথাও আবার দশটি হাতি এভাবেই বিভিন্ন দলে ভাগ হয়ে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে। যার ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের জঙ্গল লাগুয়া গ্রাম গুলির বাসিন্দাদের। এছাড়াও ঝাড়গ্রাম জেলার লালগড়, জামবনি, বিনপুর, বেলপাহাড়ি, নয়াগ্রাম থানাএলাকায় হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। যেভাবে শতাধিক হাতি ঝাড়গ্রাম জেলার দুটি ব্লকে তাণ্ডব শুরু করেছে তাতে প্রচুর ফসলের ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা। বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে যাদের ঘরবাড়ি ও ফসলের ক্ষতি করছে হাতির দল তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।








