তপ্ত জঙ্গলমহল, অবরুদ্ধ জাতীয় সড়ক
দাবদাহ লাইভ, খড়গপুর, অক্ষয় গুছাইতঃ কুড়মিদের তপশিলী উপজাতির তালিকায় অন্তর্ভুক্তি ও কুড়মালি ভাষাকে স্বীকৃতির দাবিতে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে শুরু হয়েছে জাতীয় সড়ক অবরোধ। মঙ্গলবার সকাল ৬টা থেকে অবরুদ্ধ ১৬ নম্বর জাতীয় সড়ক। রাজ্যের তরফে কেন্দ্রের কাছে অবিলম্বে কালচারাল রিসার্চ ইনস্টিটিউট বা CRI রিপোর্ট পাঠানোর দাবি জানিয়েছে কুড়মি সমাজ। একই দাবিতে রবিবার খড়গপুর-কেশিয়াড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কুড়মিরা। দাবি মানা না হলে, অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ করে রাখার হুঁশিয়ারি দিয়েছেন কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো। কুড়মি সমাজের দাবি, কুড়মি সম্প্রদায়ের মানুষকে তপশিলি উপজাতিভুক্তদের আওতায় আনতে হবে। কোড-সহ সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে।কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করতে হবে। তাঁদের অভিযোগ, বিগত ৭৩ বছর ধরে বঞ্চনার শিকার কুড়মি সমাজ। বার বার প্রতিশ্রুতি দেওয়া হলেও, কথা রাখেনি সরকার এবং প্রশাসন। তাই নিজেদের দাবি-দাওয়া আদায়ের জন্য পঞ্চায়েত ভোটের আগে সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে এ দিন পথে নামে আদিবাসী কুড়মি সমাজ। সকাল থেকে অবরুদ্ধ হয়ে রয়েছে ১৬ নম্বর জাতীয় সড়ক। রাজ্য সরকারকে অবিলম্বে এ নিয়ে পদক্ষেপ করে হবে বলে দাবিতাদের। সরকার দাবি না মানলে, খুব শীঘ্র অনির্দিষ্টকালের সড়ক ও রেল অবরোধ কর্মসূচি নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। তবে এই প্রথম নয়, কুড়মিদের বিক্ষোভে বারবার তপ্ত হয়ে উঠেছে জঙ্গলমহল। দিন কয়েক আগেই জঙ্গলমহল অধ্যুষিত চার জেলায় পথে নামে আদিবাসী কুড়মি সমাজ। গত শনিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ঘাঘর ঘেরা কর্মসূচির ডাক দেওয়া হয়।








