দার্জিলিং শহরে জি ২০ পর্যটন বৈঠক
দাবদাহ লাইভ, সিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শৈল শহর দার্জিলিং রোমাঞ্চে ভরা, টয় ট্রেন কিংবা তুষারপাত সবকিছু নিয়ে শৈল রানী দার্জিলিং আমাদের রাজ্যের গর্ব। শনিবার থেকে শুরু হয়েছে জি ২০ পর্যটন ওয়াকিং গ্রুপ কমিটির দ্বিতীয় বৈঠক। এই বৈঠকে অংশগ্রহণ করতে বিদেশ থেকে এসেছেন প্রতিনিধিরা। বৈঠকের অবসরে তারা চা বাগানে গিয়ে সন্ধ্যায় চা পাতা তোলার দৃশ্য দেখে অভিভূত হয়ে যান। এই নস্টালজিক দৃশ্য দেখে তারা অভিভূত, নিজেরাই চা বাগান থেকে চা পাতা তোলেন। উপস্থিত ছিলেন দেশের পর্যটন মন্ত্রী জে কিষান রেড্ডি। তিনি এই বিষয়ে জানান আগত প্রতিনিধিদের অভিজ্ঞতা হলো। পর্যটন ওয়াকিং গ্রুপ কমিটির দ্বিতীয় বৈঠক দার্জিলিং এ অনুষ্ঠিত হচ্ছে । এই ঘটনার পর অনেকেই কাজ করার ব্যাপারে উৎসাহিত হবে।








