রাজার স্মৃতিতে হাতিবাগান স্পর্শের নাট্যসন্ধ্যা
দাবদাহ লাইভ, কোলকাতা, দেবর্ষি ব্যানার্জিঃ হাতিবাগান স্পর্শ প্রয়োজিত নাট্য অভিনেতা রাজা ঘড়ামির স্মরণে দু দিনের নাট্যসন্ধ্যা উপস্থাপিত হল 22 ও 23শে মার্চ গিরীশ মঞ্চে। এই দু দিনের নাট্যসন্ধ্যায় উপস্থিত ছিলেন বিখ্যাত নাট্যকার পঙ্কজ মুন্সি , প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। নাট্য ব্যাক্তিত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন কিছু ক্রীড়া ব্যাক্তিত্ব । উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার সি এ বির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান প্রসেনজিত ব্যানার্জি ও সি এ বির অবজারবার কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিক । এই দুইদিনের অনুষ্ঠানে বিভিন্ন নাট্য দল তাদের নাটক উপস্থাপনা করেন। বিভিন্ন দলের মধ্যে উপস্থিত হয়েছিল কথক পারফর্মিং রেপাটয়্যার , নহলী, বহরমপুর রেপাটরী থিয়েটার, গোবরডাঙা নাবিক নাট্যম। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন অপর্না ব্যানার্জি। এছাড়াও বিশেষ আকর্ষণ ছিল হাতিবাগান স্পর্শ প্রযোজিত সুকুমার রায়ের আবোল তাবোল থেকে সংগৃহীত নাটক – ‘সুকুমার আমার তোমার’। যা শিশু শিল্পী রা তাদের অভিনয়ের মাধ্যমে নাট্য মঞ্চে এক আলোড়ন ফেলেছিল।








