শিলিগুড়িতে মোহনবাগান এভিন্যিউ নামে রাস্তা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ আজ শিলিগুড়ি এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকলো, শিলিগুড়ির মানচিত্রে জুড়লো নতুন অধ্যায়। আজ শতাব্দী প্রাচীন ঐতিহাসিক ক্লাব মোহনবাগানের নামে রাস্তার নামকরণ হলো। এদিন একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, শিলিগুড়ি সেবক মোর সংলগ্ন একটি রাস্তার নামকরণ হলো শতাব্দি প্রাচীন ক্লাব মোহনবাগানের নাম অনুসারে। স্বাভাবিকভাবে আজ শহরবাসী গর্বিত। শিলিগুড়ি মহানন্দা নদী সংলগ্ন এলাকায় নির্মিত অস্থায়ী অনুষ্ঠান মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, আরো বিশিষ্টজনেরা। এছাড়া এদিন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী উপস্থিত হয়েছিলেন। স্বাভাবিকভাবেই শতাব্দি প্রাচীন ক্লাব মোহনবাগানের নামে রাস্তার নামকরণ হওয়ায় খুশি শিলিগুড়ির মোহনবাগান সমর্থকেরা, সাথে গোটা শহরবাসী।








