২০২৩ এর মার্চ সেরা ২৩ সাফল্য
দাবদাহ লাইভ, বারাসাত, দেবর্ষি ব্যানার্জিঃ ভারতবর্ষ ক্রীড়াক্ষেত্রে অত্যন্ত উন্নত একটি দেশ। ক্রিকেট থেকে শুরু করে অলিম্পিকে এই দেশের খেলোয়াড় দের সাফল্য বিশ্বখ্যাত। সম্প্রতি ২০২১ এর অলিম্পিকে একটি ও ২০২২ এর কমনওয়েল্থে ২২ টি স্বর্ণ পদক আসে ভারতে। ২০২৩ এর শুরু থেকেই দেশের নাম উজ্জ্বল করা শুরু করল ভারতীয় খেলোয়াড় রা। শুরু তেই অনুর্ধ উনিশ মহিলা বিশ্বকাপ জয় ,শুভমান গিলের দ্বি শতক ইত্যাদি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ২০২৩ এর মার্চ এ ক্রীড়ায় সেরা ২৩ টি সাফল্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1. দীর্ঘ লম্ফনে নতুন রেকর্ড তামিলনাড়ুর অ্যাথলিট জেসউন আলড্রিন করল এক রেকর্ড। এ এফ আই ন্যাশানাল চ্যাম্পিয়ানশিপে 8.43 মিটার দীর্ঘ লম্ফন এ এম শ্রীশেখর এর 8.36 মিটারের রেকর্ড তিনি ভাঙলেন। 2. চতুর্থ ব্যাটার পুজারা অষ্ট্রেলিয়া বনাম ভারত চতুর্থ টেস্টে চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে নজির গড়লেন চেতেশ্বর পুজারা। অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে 2000রাম সম্পন্ন করলেন। এর আগে শচীন তেন্ডুলকর , রাহুল দ্রাবিড় ও ভি ভি এস লক্ষণ অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে 2000 এর বেশি রান টেস্টে করেছে। 3.রোহিত শর্মার 17000 আন্তর্জাতিক রান। অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে 17000 আন্তর্জাতিক রান সম্পন্ন করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। 4. বিরাটের 75তম আন্তর্জাতিক সেঞ্চুরি। বিরাট কোহলি অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে 186 রানের সুবাদে তিনি তার আন্তর্জাতিক কেরিয়ারের 75 তম সেঞ্চুরি করলেন ও টেস্টে 28তম সেঞ্চুরি করলেন। 5. টেস্ট চ্যাম্পিয়ানশিপে ভারত। বর্ডার গাভাস্কার ট্রফিতে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পর দ্বিতীয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ান শিপে কোয়ালিফাই করল ভারত। জুন2023 এ অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়ান শিপ ফাইনাল খেলতে নামবে ভারত। 6. ডব্লু পি এলে বাংলার কন্যা শাইকা ইসাকের দাপট। ওম্যান আই পি এল এ গুজরাট জায়েন্টসের বিরুদ্ধে মাত্র 11রান দিয়ে 4 উইকেট নিয়ে তার ডব্লু পি এলের দল মুম্বাই ইন্ডিয়ানস্ কে জয়ী করেন বাম হাতি স্লো লেফ্ট আর্ম অর্থোডক্স বোলার বাংলার শাইকা ইসাক। 7. আই বি এ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ামশিপ ভারতে। 15ই মার্চ 2023 থেকে আই বি এ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ানশিপ দিল্লীতে হতে চলেছে। এই নিয়ে তৃতীয়বার ভারতে এই বক্সিং চ্যাম্পিয়ানশিপ হতে চলেছে। 8. একনম্বরে অশ্বিন। বর্ডার গাভাস্কার ট্রফিতে 25 উইকেট নেওয়ার সুবাদে আই সি সি টেস্ট রাঙ্কিং এ ইংল্যন্ডের জেমস্ এন্ডারসন কে পিছনে ফেলে এক নম্বরে উঠে এল ভারতীয় স্পিনার রবিচন্দন অশ্বিন। 9. জয় দিয়ে শুরু ভারতীয় বক্সারের। ওয়ার্ল্ড ওম্যান বক্সিং চ্যাম্পিয়ানশিপে দুরন্ত জয় দিয়ে শুরু করলো ভারতীয় মহিলা বক্সার নিখাত জারিন। 10. লক্ষ্ণৌতে টেনিস টুর্নামেন্ট। ইন্টারন্যাশানাল টেনিস ফেডারেশনের দৌলতে লক্ষ্ণৌতে পুরুষ বিভাগের টেনিস চ্যাম্পিয়ানশিপ শুরু হতে চলেছে 26শে মার্চ থেকে। 11. খো খো চ্যাম্পিয়ানশিপ। চতুর্থ এশিয়ান খো খো চ্যাম্পিয়ানশিপ ভারতে অনুষ্ঠিত হতে চলেছে অসমের বাকসায়। 12টি দেশ ও প্রায় 800 খেলোয়াড় যেখানে অংশগ্রহণ করবে। 12. বক্সিং এ দুরন্ত পারফরম্যান্স। বক্সিং এ দুরন্ত পারফরম্যান্স করল ভারতীয় মহিলা বক্সার রা। মহিলা বক্সার নিখাত জারিন, নীতু গঙ্গাস, শ্বেতী ভোরা ও লাভলিনা বোরগোহেন এর দৌলতে ভারত চারটে মেডেল পেলো ওয়ার্ল্ড ওম্যান বক্সিং চ্যাম্পিয়ান শিপে। 13. এ এইচ এফ অ্যাথলিট অ্যাম্বাসাডার। ভারতীয় হকি মিড ফিল্ডার খেলোয়াড় সেলিমা এ এইচ এফ অ্যাথলিট অ্যাম্বাসাডার নিযুক্ত হলেন ভারত থেকে। 14. বক্সিং এ সোনা। ভারতীয় বক্সার লাভলিনা বোরগোহেন ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ানশিপে অষ্ট্রেলিয়ার বক্সার ক্যাটলিন পার্কার কে পরাজিত করে সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করলেন। 15. ডব্লু পি এল এ চ্যাম্পিয়ান মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ডব্লু পি এল এ চ্যাম্পিয়ান হল মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লী ক্যাপিটাল কে 7 উইকেটে পরাজিত করে ডব্লু পি এল চ্যাম্পিয়ান হল মুম্বই ইন্ডিয়ান্স। 16. ওয়ার্ল্ড চ্যাম্পিয়ান নিখাত জারিন। ভারতীয় বক্সার নিখাত জারিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপ জিতলেন। দ্বিতীয় ভারতীয় যিনি দুইবার এই চ্যাম্পিয়ানশিপ জিতলেন। তার মতে এই চ্যাম্পিয়ানশিপ জেতা তার জীবনের সবচেয়ে কঠিনতম জয়। 17. আর্চারিতে মেডেল। চীনে অনুষ্ঠিত এশিয়া কাপ 2023 আর্চারিতে ভারত শেষ করল 10 টা মেডেল দিয়ে। তারমধ্যে পাঁচ টা সোনা, চারটে রুপো ও একটা ব্রোঞ্জ পায় ভারত। 18.সুইজ ওপেনে ভারতীয় দাপট। সুইজ ওপেন মেন ডবলস্ এ জিতল ভারতের সাথউইকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ সেট্টী। সুইজ ওপেনে চীনা জুটি কে হারালেন তারা। 19. স্নুকারে ভারতীয় দাপট। ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়ামশিপ আনডার 21 জিতলেন ভারতীয় কন্যা অনুপমা রমাচন্দ্রন। 20. মুকুট ধরে রাখলেন রাজা। ভারতীয় বিখ্যাত বিলার্ড খেলোয়াড় পঙ্কজ আদবানী এশিয়ান বিলার্ড চ্যাম্পিয়ানশিপ জিতে তার জয়ের খেতাব ধরে রাখলেন। 21 শুরু আই পি এল। 31 শে মার্চ 2023 থেকে শুরু হল আই পি এল। 16তম আই পি এলে 10টা টিম অংশগ্রহণ করছে। প্রথমদিন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এর মুখোমুখি হচ্ছে হার্দিক পান্ডেয়ার গুজরাট টাইটান। 22 প্রবীনতম এ টি পি মাস্টার্স 1000 টাইটেল উইনার। ভারতীয় টেনিস খেলোয়াড় রোহান বোপানা প্রবীনতম খেলোয়াড় যিনি এ টি পি মাস্টার্স 1000 টাইটেল জিতলেন। 43 বছর বয়সে তিনি এই রেকর্ড করলেন। 23. বর্ষসেরা গ্রান্ডমাস্টার। এশিয়ান চেস ফেডারেশন দ্বারা নির্বাচিত বর্ষসেরা খেলোয়াড় হলেন 16 বছর বয়সী গ্রান্ডমাস্টার ভারতীয় ডি গিকেশ।








